X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

ইউক্রেনীয় বন্দরে রুশ হামলা অব্যাহত, বাড়ছে শস্যের মূল্য

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৭:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৭:৫৩

রোমানিয়ার কাছে ইউক্রেনের দানিউব নদীর একটি গুরুত্বপূর্ণ বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ওডেসা অঞ্চলে অবস্থিত ইজমাইল নদীবন্দরে আঘাত হানে রুশ ড্রোন। ইউক্রেনীয় বন্দরগুলোতে রুশ হামলা অব্যাহত থাকা এবং কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার পর কার্যত অবরোধ কার্যকর হওয়ায় ব্শ্বিজুড়ে খাদ্যশস্যের দাম বাড়তে শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দানিউব নদীর ইজমাইল বন্দরের একটি শস্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজুড়ে লাখো মানুষের খাবার হতে পারত ইউক্রেনীয় এসব শস্য।

বন্দরটি যে নদীতে অবস্থিত সেটি ন্যাটো সদস্য রোমানিয়া থেকে প্রবাহিত হয়েছে। কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দরগুলোতে মধ্য জুলাই থেকে রাশিয়া ডি ফ্যাক্টো অবরোধ কার্যকর করার পর এই নদীবন্দর প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

হামলার পর পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহুবল একটি ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন দমকলকর্মীরা। ভবনটির জানালাগুলো ভাঙা। আরও বেশ কয়েকটি বড় ভবন ক্ষতিগ্রস্ত। অন্তত দুটি গুদাম থেকে শস্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

হামলায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দুর্ভাগ্যবশত, ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। রুশ সন্ত্রাসীরা আরও একবার বন্দর, শস্য ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর হামলা চালিয়েছে।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইজমাইল বন্দর ছিল হামলার মূল লক্ষ্যবস্তু। ক্ষয়ক্ষতির মাত্রা ছিল গুরুতর।

বুধবারের হামলার পর শিকাগো গমের মূল্য ৪ শতাংশ বেড়েছে। সকালের দিকে তা আড়াই শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা উদ্বিগ্ন ইউক্রেন থেকে সরবরাহ কমে যাওয়া নিয়ে। কারণ বিশ্বের অন্যতম শীর্ষ শস্য সরবরাহকারী দেশ ইউক্রেন।

টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনীয় কৃষি ও বন্দর অবকাঠামোতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। জুলাই মাসের মাঝামাঝিতে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়ে পর হামলা শুরু করে দেশটি। গত বছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি করতে একটি নিরাপদ সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
রাশিয়ার গ্যাস বর্জনের পরিকল্পনা ইউরোপের, বাধ সেধেছে আইনি জটিলতা
সিন্ধু চুক্তি স্থগিতের পর কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্প শুরু ভারতের
যে কারণে বাড়ছে ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা
সর্বশেষ খবর
কিছুক্ষণের মধ্যে রওনা হ‌বেন খা‌লেদা জিয়া, সবশেষ যা জানা গেলো
কিছুক্ষণের মধ্যে রওনা হ‌বেন খা‌লেদা জিয়া, সবশেষ যা জানা গেলো
নারীর প্রতি ‘অশালীন মন্তব্য’: হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ
নারীর প্রতি ‘অশালীন মন্তব্য’: হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০ মাসের মধ্যে এপ্রিলে রফতানি আয় সর্বনিম্ন, ধাক্কা গার্মেন্ট খাতেও
১০ মাসের মধ্যে এপ্রিলে রফতানি আয় সর্বনিম্ন, ধাক্কা গার্মেন্ট খাতেও
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো