X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউক্রেনীয় বন্দরে রুশ হামলা অব্যাহত, বাড়ছে শস্যের মূল্য

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৭:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৭:৫৩

রোমানিয়ার কাছে ইউক্রেনের দানিউব নদীর একটি গুরুত্বপূর্ণ বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ওডেসা অঞ্চলে অবস্থিত ইজমাইল নদীবন্দরে আঘাত হানে রুশ ড্রোন। ইউক্রেনীয় বন্দরগুলোতে রুশ হামলা অব্যাহত থাকা এবং কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার পর কার্যত অবরোধ কার্যকর হওয়ায় ব্শ্বিজুড়ে খাদ্যশস্যের দাম বাড়তে শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দানিউব নদীর ইজমাইল বন্দরের একটি শস্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজুড়ে লাখো মানুষের খাবার হতে পারত ইউক্রেনীয় এসব শস্য।

বন্দরটি যে নদীতে অবস্থিত সেটি ন্যাটো সদস্য রোমানিয়া থেকে প্রবাহিত হয়েছে। কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দরগুলোতে মধ্য জুলাই থেকে রাশিয়া ডি ফ্যাক্টো অবরোধ কার্যকর করার পর এই নদীবন্দর প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

হামলার পর পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহুবল একটি ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন দমকলকর্মীরা। ভবনটির জানালাগুলো ভাঙা। আরও বেশ কয়েকটি বড় ভবন ক্ষতিগ্রস্ত। অন্তত দুটি গুদাম থেকে শস্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

হামলায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দুর্ভাগ্যবশত, ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। রুশ সন্ত্রাসীরা আরও একবার বন্দর, শস্য ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর হামলা চালিয়েছে।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইজমাইল বন্দর ছিল হামলার মূল লক্ষ্যবস্তু। ক্ষয়ক্ষতির মাত্রা ছিল গুরুতর।

বুধবারের হামলার পর শিকাগো গমের মূল্য ৪ শতাংশ বেড়েছে। সকালের দিকে তা আড়াই শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা উদ্বিগ্ন ইউক্রেন থেকে সরবরাহ কমে যাওয়া নিয়ে। কারণ বিশ্বের অন্যতম শীর্ষ শস্য সরবরাহকারী দেশ ইউক্রেন।

টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনীয় কৃষি ও বন্দর অবকাঠামোতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। জুলাই মাসের মাঝামাঝিতে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়ে পর হামলা শুরু করে দেশটি। গত বছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি করতে একটি নিরাপদ সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার