জার্মানিতে একটি মেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই মার্কিন সেনাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পশ্চিমাঞ্চলীয় শহর ট্রেভসের পুলিশ এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার পর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তারা মার্কিন সেনা।
শনিবার রাতে ট্রেভস এবং কোবলেঞ্জের মধ্যে রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের উইটলিচের ছোট্ট শহর সাউব্রেনারে মেলায় কয়েকজনের মধ্যে মারামারি শুরু হলে এই মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, এক পর্যায়ে ভুক্তভোগীকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে দুজন পুরুষ এবং দুজন নারী পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ২৫ এবং ২৬ বছর বয়সী পলাতক দুজনকে দ্রুত শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের পর মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ন্যাটোর আইন অনুসারে মামলা চলবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সেনা জার্মানিতে মোতায়েন রয়েছে। কিন্তু বার্লিন প্রাচীরের পতনের পর থেকে তাদের সংখ্যা ২ লাখ থেকে কমে ৩৪ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।