X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৯:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:৪৮

পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের তিনটি বসতি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুধু তাই না অন্তত চারজন এখনও ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো ও আঞ্চলিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ক্লাইমেনকো বলেন, ডনেস্ক অঞ্চলের পোকরোভস্ক, নভোরোদিভকা ও মিরনোহরাদ জনবসতিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই হামলার ঘটনায় এলাকা তিনটি আগুনের কবলে পড়েছে। সেই আগুনে চার শিশুসহ ১০ জন আহত হয়েছেন। এমনকি ধ্বংসস্তূপের নিচ থেকে আরও পাঁচজনকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

ক্লাইমেনকোর এই বিবৃতির পর ডনেস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও এক শিশুসহ চারজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ক্লাইমেনকো আরও বলেন, দুই সন্তানসহ একটি পরিবার আহত হয়েছে। ১৩ বছর বয়সী দুই শিশুও আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে তিনি বলেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লক, নয়টি ব্যক্তিগত বাড়ি, একটি পুলিশ স্টেশন, গাড়ি ও গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনার পরের পরিস্থিতি সম্পর্কে ক্লাইমেনকো বলেন, আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন একজন পুলিশ প্যারামেডিক।

এই হামলার বিস্তারিত জানাতে গিয়ে রয়টার্স বলেছে, ঘটনার বিস্তারিত স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ডনেস্কর অনেক অংশ দখল করে নিয়েছে রুশ বাহিনী। এদিকে রাশিয়া বলছে, পুরো অঞ্চল দখল করতে চায় রুশ সেনারা।

ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, রাশিয়ার ২০টি ড্রোনের মধ্যে ১৪টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাবাহিনী।

/এসএইচএম/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক