আগামী দশকের মধ্যে পশ্চিমাদের সঙ্গে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই পরিস্থিতি প্রতিহত করা যেতে পারে পাল্টা একটি সশস্ত্র বাহিনী গঠনের মাধ্যমে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান এ মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বেশ কয়েকটি পশ্চিমা কর্মকর্তা সতর্ক করে বলেছে, ন্যাটোর পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হুমকি বাড়ছে। তারা ওই অঞ্চলের দেশগুলোকে নিজেদের সশস্ত্র শক্তি বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।
এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থা প্রধান কাউপু রসিন বলছেন, ন্যাটো সদস্য ফিনল্যান্ড ও বাল্টিক দেশ এস্তোনিয়া, লিথুয়ানি ও লাটভিয়ার সঙ্গে সীমান্তে রাশিয়া নিজেদের সেনা উপস্থিতি দ্বিগুণ করেছে। মস্কোর এই পরিকল্পনার ভিত্তিতে সম্ভাব্য সংঘাতের পর্যালোচনা উঠে এসেছে।
এস্তোনিয়ার জাতীয় নিরাপত্তা হুমকি প্রতিবেদনে প্রকাশ উপলক্ষে কাউপো রসিন সাংবাদিকদের বলেছেন, রাশিয়া যে পথে এগোচ্ছে তা হলো দীর্ঘমেয়াদি সংঘাত। ক্রেমলিন সম্ভবত আগামী এক দশকের মধ্যে ন্যাটোর সংঘাতের আশঙ্কা করছে।
তিনি বলেছেন, খুব সহসা রাশিয়া কর্তৃক কোনও সামরিক হামলার আশঙ্কা নেই। কারণ মস্কোকে ইউক্রেনে সেনা রাখতে হবে। ইউরোপীয় সেনাবাহিনীর সঙ্গে পাল্লা দিতে পারার সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত ইউক্রেনে তাদের সেনা মোতায়েন থাকবে।
রসিন আরও বলেছেন, আমরা যদি প্রস্তুত না হই, কোনও প্রস্তুতি না থাকে তাহলে রাশিয়ার হামলার আশঙ্কা অনেক বেশি বাড়বে।