সুইডেনের উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সদস্যপদ অনুমোদনের জন্য হাঙ্গেরি যাবেন মার্কিন সিনেটরদের একটি দল। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সুইডেনের সদস্যপদ অনুমোদনের জন্য চাপ সৃষ্টি করতে দেশটিতে যাচ্ছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ন্যাটো ও হাঙ্গেরির মধ্যকার সমস্যা সমাধানের লক্ষ্যে দেশটির রাজধানী বুদাপেস্ট যাচ্ছেন মার্কিন সিনেটররা।
প্রতিবেদন থেকে জানা গেছে, হাঙ্গেরি একমাত্র ন্যাটোভূক্ত দেশ যেটি সুইডেনের আবেদনে অনুমোদন দেয়নি। নিয়ম অনুযায়ী, সদস্য হতে হলে ন্যাটোর সব সদস্যের অনুমোদন প্রয়োজন।
সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার আবেদনটা ঐতিহাসিক। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছে।
সুইডেনকে ন্যাটো সদস্য করার বিষয়ে রাশিয়া ঘেঁষা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, তার সরকার সুইডেনের সদস্যপদ অনুমোদনে করে। তবে আইনটি এখনও আটকে রয়েছে।