X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২
আদিবাসী চুক্তি বিলের বিরুদ্ধে প্রতিবাদ

নিউজিল্যান্ড পার্লামেন্টে এমপিদের হাকা নৃত্য প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১৮:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৮:২৫

নিউজিল্যান্ডে বিতর্কিত আদিবাসী চুক্তি বিলের ভোট বিঘ্নিত করতে পার্লামেন্টে হাকা নৃত্য প্রদর্শন করেন এমপিরা। এর ফলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাময়িক সময়ের জন্য পার্লামেন্ট কার্যক্রম বন্ধ করতে হয়। দর্শক গ্যালারির লোকজনও এতে যোগ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার বিলের প্রাথমিক ভোটে সংসদ সদস্যরা একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে টে পার্টির মাওরি এমপিরা উঠে দাঁড়ান এবং নিউজিল্যান্ডের রাগবি দলের মাধ্যমে পরিচিত ঐতিহ্যবাহী মাওরি নাচ-হাকা প্রদর্শন শুরু করেন।

এসিটি নিউজিল্যান্ডের নেতা ডেভিড সেমুর বলেন, যারা বিলটির বিরোধিতা করছেন তারা ভয় ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমার লক্ষ্য প্রতিটি ব্যক্তিকে ক্ষমতায়ন করা।

তবে এই বিতর্কিত আইনটি অনেক মাওরি ও তাদের সমর্থকদের কাছে দেশের আদিবাসী জনগণের অধিকার খর্ব করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নিউজিল্যান্ডের ৫৩ লাখ জনসংখ্যার প্রায় ২০ শতাংশই মাওরি।

১৮৪০ সালে ব্রিটিশ রাজতন্ত্র এবং পাঁচশর বেশি মাওরি আদিবাসী প্রধানদের মধ্যে স্বাক্ষরিত ওয়াইতাঙ্গি চুক্তি দুই পক্ষের মধ্যে শাসন পদ্ধতির চুক্তি স্থাপন করে। ১৮৪ বছর পুরোনো এই চুক্তির শর্তাবলি আজও আইন এবং নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে।

তবে বিচারালয় ও একটি স্বতন্ত্র মাওরি ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে মাওরিদের অধিকার এবং সুবিধাগুলি কয়েক দশক ধরে প্রসারিত হয়েছে। তবে কিছু লোকের মতে,এটি অ-আদিবাসী নাগরিকদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে।

নিউজিল্যান্ডের কেন্দ্র-ডানপন্থী জোট সরকারের একটি ছোট দল, এসিটি নিউজিল্যান্ড পার্টি,গত সপ্তাহে একটি বিল উত্থাপন করেছে যা ওয়াইতাঙ্গি চুক্তির একটি সীমিত ব্যাখ্যা আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়।

শত শত মানুষ বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউজিল্যান্ডের উত্তর অঞ্চল থেকে রাজধানী ওয়েলিংটনে ৯ দিনের পদযাত্রা শুরু করেছেন এবং তারা বিভিন্ন শহরে সমাবেশ করছেন।

বিলটি পাস হলেও,এটি আইনে পরিণত হওয়ার জন্য পর্যাপ্ত সমর্থন পাবে না বলে ধারণা করা হচ্ছে। জোটের অংশীদার ন্যাশনাল পার্টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি এই বিলে সমর্থন দিচ্ছে কেবল জোট চুক্তির অংশ হিসেবে। তবে উভয় দলই বলেছে,তারা বিলটিকে আইনে পরিণত করতে সমর্থন দেবে না,যা প্রায় নিশ্চিতভাবে বিলটি ব্যর্থ হওয়ার ইঙ্গিত দেয়।

/এস/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ