X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ইমামোগলুর আইনজীবীকে আটকের অভিযোগ বিরোধী দলের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৮:৪৫

তুর্কি কর্তৃপক্ষ ইস্তাম্বুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুর একজন আইনজীবীকে আটক করেছে। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এক সংসদ সদস্য শুক্রবার এই অভিযোগ করেছেন। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ইমামোগলুকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সিএইচপি সদস্য ইমামোগলুকে গত রবিবার দুর্নীতির অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দেয়, যার ফলে সারাদেশে ব্যাপক মানুষকে গ্রেফতার করা হয়। 

সিএইচপি সংসদ সদস্য তুরান তাসকিন ওজার এক্স পোস্টে জানান, ইমামোগলুর আইনজীবী মেহমেত পেহলিভানকে ‘বানোয়াট অভিযোগে’ আটক করা হয়েছে। তবে তিনি বিস্তারিত বিবরণ দেননি। পরে বেসরকারি সম্প্রচার মাধ্যম হাবের্তুর্ক জানায়, ‘অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত সম্পদ পাচারের’ অভিযোগে এই আইনজীবীকে আটক করা হয়েছে। 

এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় কোনও মন্তব্য করতে রাজি হয়নি। 

মামলার কারণে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ইমামোগলু তার আইনজীবীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের ওপর এই অভ্যুত্থানই যেন যথেষ্ট ছিল না, এখন তারা এই অভ্যুত্থানের শিকারদের আত্মরক্ষা করতেও সহ্য করতে পারছে না।

ইমামোগলুর সিএইচপি, অন্যান্য বিরোধী দল, মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা শক্তিগুলো বলছে, মেয়রের বিরুদ্ধে এই মামলা এরদোয়ানের জন্য একটি সম্ভাব্য নির্বাচনি হুমকি দূর করার রাজনৈতিক প্রচেষ্টা। তবে সরকার বিচার বিভাগের ওপর তাদের কোনও প্রভাব নেই বলে দাবি করেছে এবং আদালতকে স্বাধীন বলে উল্লেখ করেছে। 

এদিকে তুরস্কের সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, শুক্রবার ভোরে ইস্তাম্বুলে সরকারবিরোধী বিক্ষোভ কাভার করা দুই সাংবাদিককে আটক করা হয়েছে। এই আটকের একদিন আগে এক তুর্কি আদালত আগে আটককৃত সাত সাংবাদিককে মুক্তি দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন এএফপির ফটো সাংবাদিক ইয়াসিন আকগুল। গত সপ্তাহের ব্যাপক বিক্ষোভ কাভার করার সময় অবৈধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। 

সিএইচপি তুর্কি নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, ইস্তাম্বুল ও অন্যান্য স্থানে বিভিন্ন স্থানে সমাবেশ ও সম্মেলনের আয়োজন করা হবে। এরদোয়ান এই বিক্ষোভকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন এবং বিক্ষোভকারীদের জন্য আইনি পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। 

হাবের্তুর্ক ও অন্যান্য তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুল ও আঙ্কারায় বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল এবং পুলিশ অনেক বিক্ষোভকারীকে আটক করেছে। 

একই দিনে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময়ে ১ হাজার ৮৭৯ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৬০ জনকে বিচারের অপেক্ষায় কারাগারে পাঠানো হয়েছে। 

সিএইচপি শনিবার ইস্তাম্বুলের মালতেপে জেলায় একটি ব্যাপক সমাবেশের ডাক দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
গাজা যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
সর্বশেষ খবর
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন