X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উইকিলিকস-এর দশম বর্ষপূর্তিতে কী করতে যাচ্ছেন অ্যাসাঞ্জ?

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১৪:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৪:৩৭

উইকিলিকস-এর দশম বর্ষপূর্তিতে কী করতে যাচ্ছেন অ্যাসাঞ্জ? বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোর গোপন নথি ফাঁস করে আলোড়ন তুলেছিলো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকস। সেই উইকিলিকসের আজ ৪ সেপ্টেম্বর দশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে উইকিলিকসের পক্ষ থেকে জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে সরাসরি বক্তব্য দিতে যাচ্ছেন প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

উইকিলিকসের পক্ষ থেকে দশ বছর পূর্তির স্লোগান হিসেবে বলা হচ্ছে, দশ বছর, দশ মিলিয়ন নথি। প্রথমে লন্ডনে সংবাদ সম্মেলন আয়োজন করার ঘোষণা দিলেও একদিন আগে বার্লিনে স্থানান্তর করা হয়। ভেন্যু পরিবর্তনের কোনও কারণ ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের কনভেনশনের গোপন নথি ফাঁস করে বেশ আলোচনা ও সমালোচনার মুখে রয়েছে উইকিলিকস। এছাড়া হিলারি ক্লিনটনেরও বেশ কিছু গোপন ই-মেইল ফাঁস করেছে সংবাদমাধ্যমটি। হিলারি শিবির ও ডেমোক্রেট দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, রাশিয়া ও ট্রাম্পের সঙ্গে যোগসাজেশ করে উইকিলিকস এসব করছে। তবে উইকিলিকসের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

সর্বশেষ, ফাঁস হওয়া ই-মেইলে অ্যাসাঞ্জকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করা যায় কিনা- এ সম্পর্কে হিলারির ক্ষুব্ধ জিজ্ঞাসার কথা সামনে এনেছে উইকিলিকস। এছাড়া, মাস খানেক আগেই অ্যাসাঞ্জ ঘোষণা দিয়েছিলেন হিলারি ক্লিনটনের আরও গোপন ই-মেইল ফাঁস করবে উইকিলিকস।

এ পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন, ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আজ দশ বছর পূর্তির বিরাট উপলক্ষে গুরুত্বপূর্ণ অনেক নথি ফাঁসের ঘোষণা দিতে পারেন অ্যাসাঞ্জ।

২০১০ সালে সুইডেনে তার বিরুদ্ধে দায়ের করা হয় যৌন নির্যাতনের মামলা। সেই  মামরায় গ্রেফতার এড়াতে অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন। অ্যাসাঞ্জ  যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছেন। বিশ্বের স্বীকৃত বুদ্ধিজীবীদের অনেকেই ওই মামলাকে অ্যাসাঞ্জ এবং উইকিলিকলকে দমনের চেষ্টা হিসেবে দেখা হয়ে থাকে।

/এএ/বিএ/

 

 

 

সম্পর্কিত
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
সর্বশেষ খবর
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের