X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জার্মানিতে আবারও ভিড়ে গাড়ি ঢুকে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৪:০৮আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪:০৮

এবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মানহাইমে একটি গাড়ি পথচারীদের এলাকায় ঢুকে পড়লে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ৮৩ বছর বয়সী নারী এবং ৫৪ বছর বয়সী এক পুরুষ। এই ঘটনা সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় দুপুর দিকে ঘটেছে বলে মানহাইম পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাদ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ইস্টার কার্নিভ্যাল উপলক্ষে মানহেইমের রাস্তায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। প্যারেডপ্লাৎজ স্কোয়্যার থেকে মিছিল করে ওয়াটার টাওয়ার পর্যন্ত যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি কালো এসইউভি দুরন্ত গতিতে ছুটে এসে সেই মিছিলের মধ্যে ঢুকে পড়ে।পিষে দেয় পথচারীদের।

এ ঘটনার পর পুলিশ ৪০ বছর বয়সী এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একা ছিলেন। উগ্রবাদীদের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তার মানসিক অসুস্থতার স্পষ্ট লক্ষণ দেখা গেছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জার্মানির বিভিন্ন শহরে ইস্টার উদযাপন উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রবিবার মানহাইম শহরের কেন্দ্রস্থলে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, এবং মঙ্গলবারের জন্য বড় ধরনের ইভেন্ট নির্ধারিত ছিল।

বর্তমানে একটি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এবং শহরের কেন্দ্রে নির্ধারিত স্ট্রিট কার্নিভাল বাতিল করা হয়েছে। মানহাইমের উপশহর ফয়ডেনহাইম, নেকারাউ ও স্যান্ডহোফেনের কার্নিভাল ইভেন্টও স্থগিত করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন ল্যান্ডস্কেপ গার্ডেনার। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন এবং স্থিতিশীল অবস্থায় আছেন। তিনি একটি গুলি ভর্তি বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি কালো হ্যাচব্যাক গাড়ি দ্রুতগতিতে মানহাইমের প্ল্যাঙ্কেন শপিং স্ট্রিট দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল।

ঘটনাস্থলের ছবি দেখায়, পুলিশের কর্মকর্তারা একটি ছোট কালো ফোর্ড গাড়ির সামনে মারাত্মক ক্ষতির চিহ্ন পরীক্ষা করছেন।

ছবিগুলোতে দেখা গেছে, গাড়ির সামনের বাম চাকায় হাবক্যাপ নেই। সিসিটিভি ফুটেজেও এই একই চিত্র দেখা গেছে।

বাদেন-ভুর্টেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ত্রোব্ল বলেছেন, অভিযুক্ত ব্যক্তি গাড়িটি ‘একটি অস্ত্র’ হিসেবে ব্যবহার করেছেন। তবে এই ঘটনা শহরের ইস্টার কার্নিভাল উৎসবের সঙ্গে সম্পৃক্ত বলে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন তিনি।

পুলিশ প্রধান পাবলিক প্রসিকিউটর রোমিও শ্লুসলার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ এবং একাধিক হত্যাচেষ্টার তদন্ত চলছে।

মানহাইমের মেয়র এই ঘটনাকে ‘জঘন্য’ ও ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন।

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ জরুরি উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন এবং মানহাইমের প্রত্যক্ষদর্শীদের এই মর্মান্তিক ঘটনা কাটিয়ে ওঠার শক্তি কামনা করেছেন।

প্রায় দুই সপ্তাহ আগে মিউনিখে ঠিক একই ভাবে ভিড় রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। ওই ঘটনায় প্রাণ হারান ৩৭ বছরের এক মহিলা এবং তাঁর দু’বছরের সন্তান।

গত এক বছরে জার্মানিতে একাধিক সহিংস হামলার ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

/এস/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
সর্বশেষ খবর
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
অর্থ উপদেষ্টা ইতালি গেছেন
অর্থ উপদেষ্টা ইতালি গেছেন
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’