X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মহামারিতে মোদির সমালোচনা বন্ধের চেষ্টা 'অমার্জনীয়': ল্যানসেট

আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের সম্পাদকীয়তে দ্য ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশনের পূর্বাভাসের কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১ আগস্টে ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

 

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ২১:০৫আপডেট : ০৮ মে ২০২১, ২১:০৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে দ্য ল্যানসেটের সম্পাদকীয়তে বলা হয়েছে, মনে হয়েছে দেশটির সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে আনার চেয়ে টুইটারে সমালোচনা বন্ধ করতে বেশি আগ্রহী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, চলমান এই সংকটে সমালোচনা ও উন্মুক্ত আলোচনা বন্ধ করতে নরেন্দ্র মোদির এই উদ্যোগের অমার্জনীয়।

দ্য ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশনের ১ আগস্টের মধ্যে ভারতে করোনায় দশ লাখ মানুষের মৃত্যু হতে পারে পূর্বাভাসের কথা তুলে ধরা হয়েছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, এমনটি যদি ঘটে তাহলে নিজেদের ক্ষতিসাধণকারী একটি জাতীয় বিপর্যয় ডেকে আনার জন্য দায়ী হবে মোদির নেতৃত্বাধীন সরকার।

সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, সুপারস্প্রেডার অনুষ্ঠান হওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা জানানোর পরও সরকার ধর্মীয় উৎসব আয়োজনের অনুমতি দিয়েছে। যাতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হয়েছেন। সঙ্গে ছিল বড় বড় রাজনৈতিক মিছিল ও সমাবেশ। এতে সরকারের মহামারি নিয়ন্ত্রণে পদক্ষেপের সুস্পষ্ট।

প্রায় ভেঙে পড়া ভারতীয় স্বাস্থ্য অবকাঠামোর অবস্থা তুলে ধরে দ্য ল্যানসেটের সম্পাদকীয়তে সরকারের আত্মতুষ্টির সমালোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, কয়েক মাস আক্রান্তের সংখ্যা কমে আসার পর সরকার এমন ইঙ্গিত দিয়েছে যাতে মনে হয়েছে ভারত করোনার বিরুদ্ধে জয়ী হয়েগেছে। যদিও দ্বিতীয় ঢেউয়ের বিপদ ও নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে বারবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। মডেলিং পদ্ধতিতে ভুলভাবে তুলে ধরা হয় যে ভারত হার্ড ইমিউনিটি অর্জন করেছে। এতে আত্মতুষ্টি বেড়েছে ও প্রস্তুতি যথাযথ ছিল না। কিন্তু জানুয়ারিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সেরোসার্ভেতে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ মানুষের দেহে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, প্রথম ঢেউ সফলভাবে মোকাবিলার আগাম সাফল্যের কারণে সরকারের কোভিড-১৯ টাস্কফোর্স কয়েক মাস বৈঠকেই বসেনি।

সম্পাদকীয়তে ভারতের করোনা ভ্যাকসিন কর্মসূচিরও সমালোচনা করা হয়েছে।

সংকট উত্তরণের জন্য দুই স্তরের কৌশলের কথা তুলে ধরা হয়েছে সম্পাদকীয়তে। প্রথমত টিকাকরণ কর্মসূচি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা। দ্বিতীয়ত সময়মতো প্রয়োজনীয় তথ্যহ প্রকাশএবং আগেই জনগণকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা যাতে মহামারি ঠেকাতে করণীয় এবং নতুন জাতীয় লকডাউন জারির সম্ভাবনাও থাকতে পারে।

/এএ/
সম্পর্কিত
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৬ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল