X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সমাজতন্ত্রের বিয়েতে সাম্যবাদ, লেনিনবাদ!

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২১, ১৯:১৩আপডেট : ১১ জুন ২০২১, ১৯:১৩

এই সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলে সমাজতন্ত্র যখন বিয়ে করবেন, তখন ছোট্ট মার্কসবাদও বাদ পড়বে না। উপস্থিত থাকবেন বরের দুই বড় ভাই সাম্যবাদ ও লেনিনবাদও।

এরা সবাই তামিলনাড়ু রাজ্যের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার একটি জেলার সাধারণ সম্পাদক মহান নামের নেতার বংশধর। রাজ্যটিতে এখনও বামপন্থী আদর্শের প্রভাব রয়েছে।

মহান বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় আমার প্রথম ছেলের জন্ম হয়। সবখানেই খবর পড়ছিলাম যে সাম্যবাদ শেষ হয়ে গেছে। কিন্তু যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন সমাজতন্ত্র শেষ হবে না। তাই আমি প্রথম সন্তানের নাম রাখি সাম্যবাদ।

মহান পরের দুই ছেলের নাম রেখেছেন লেনিনবাদ ও সমাজতন্ত্র। আর পাঁচ মাস বয়সী নাতির নাম মার্কসবাদ। রবিবার বয়সে ছোট সমাজতন্ত্র বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

সমাজতন্ত্রের হবু বউয়ের নাম পি মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম অনুসারে এই নাম রেখেছেন তার দাদা। মমতা সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে হারিয়েছেন। হবু দম্পতির বিয়ের আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সমাজতন্ত্র ও মমতা ব্যানার্জী ও তাদের বিয়ের আমন্ত্রণপত্র

শীতলযুদ্ধের সময় ভারত অনেকটাই সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা ছিল। অনেকের নাম রাখা হয়েছে স্ট্যালিন, লেনিন, ট্রটস্কি, পুশকিন এবং এমনকি সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় সংবাদপত্র প্রাভদা নামের মানুষের খোঁজও পাওয়া যায় দক্ষিণ ভারতে।

তামিল নাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নাম রেখেছেন তার বাবা সোভিয়েত শাসক স্ট্যালিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

মহান জানান, তার ছেলের নামে অস্বাভাবিকতা কিছু নেই। তার অনেক কমরেড সন্তানের নাম রেখেছেন, মস্কো, রাশিয়া, ভিয়েতনাম ও চেকোস্লোভাকিয়া।

অবশ্য তিনি স্বীকার করেছেন, স্কুলে টিটকারির শিকার হতে হয়েছে তার ছেলেদের, বিশেষ করে সমাজতন্ত্রকে। তিন বছর বয়সে সমাজতন্ত্রকে ভর্তি করতে একটি হাসপাতাল অস্বীকৃতি জানিয়েছিল।

মহান বলেন, তারা সমাজতন্ত্র নামেই ভীত এবং শুরুতে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু আস্তে আস্তে তা কেটে গেছে।

বিশের কোটায় থাকা তিন ছেলেই স্থানীয় কমিউনিস্ট পার্টির সদস্য। লেনিনবাদ তার ছেলের নাম জার্মান দার্শনিক কার্ল মার্কসের নামে রেখেছেন।

মহান বলেন, এখন আমার ছেলের ঘরে একটি নাতনি জন্মের অপেক্ষা করছি। যার নাম আমি রাখব কিউবাবাদ। সূত্র: আল জাজিরা।

 

 

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’