X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আম পাহারায় ৯ কুকুর ও ৩ রক্ষী

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ১৮ জুন ২০২১, ১৯:১৭
image

একটি বাগানের কয়েকটি আম রক্ষায় নয়টি কুকুর ও তিন জন প্রহরীর পাহারা বসিয়েছেন ভারতের মধ্য প্রদেশের জবলপুরের এক দম্পতি। তাদের ধারণা, এগুলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জাত মিয়াজাকি আম। সংকল্প ও রানি পারিহরের বাগানে এই বিরল প্রজাতির দেড়শ’ গাছ থাকলেও বর্তমানে চারটি গাছে ফল ধরেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জবলপুর জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চারগাঁও সড়কে অবস্থিত সংকল্প ও রানি পারিহরের বাগানটি। বাগানটিতে প্রায় এক হাজার একশ’টি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এরমধ্যে মিয়াজাকি আম গাছ দেড়শ’টি। এর ৫০টি প্রথমে এবং পরে আরও একশ’টি লাগানো হয়েছে।

সংকল্প পারিহর বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে আমরা বিভিন্ন রঙের নারকেলের বিরল জাত খুঁজতে চেন্নাই যাই। চেন্নাই সফরের উদ্দেশ্য নিয়ে এক সাধারণ আলাপের সময়ে এক সহযাত্রী আমাদের এই বিরল প্রজাতির আম সম্পর্কে জানান। প্রথম দিকে আমি এই জাত সম্পর্কে সচেতন ছিলাম না। কিন্তু একবার ফল ধরার পর বুঝতে পারি এই গাছগুলো কোনও বিরল প্রজাতির।’

কুকুরের পাশাপাশি প্রহরীও রাখা হয়েছে

গত বছর আম চুরি হয়ে যাওয়ায় নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছেন পারিহর। তিনি বলেন, ‘গত বছর চুরির ঘটনা ঘটে। সেই কারণে আমরা নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিই। গত বছর আমাদের একটা কুকুর ছিল, এ বছর আছে নয়টি। এরমধ্যে ছয়টি জার্মান শেফার্ড আর তিনটি স্থানীয় প্রজাতির। এছাড়া আমরা তিন জন প্রহরী নিয়োগ করেছি।’

সংকল্প পারিহর জানান, ‘এখন পর্যন্ত আমরা একটা আমও বিক্রি করিনি। তবে একটা আমের জন্য এক ক্রেতা ২১০০ রুপি দিতে রাজি হয়েছিল। এখন পর্যন্ত বিক্রির কোনও পরিকল্পনা করিনি।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি