X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ওমিক্রনে আক্রান্ত সন্দেহে দিল্লির হাসপাতালে ভর্তি ১২

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ২০:৩৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৩৪

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত সন্দেহে ১২ জনকে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদেশ ফেরত এসব যাত্রীদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়ার পর ৮জনকে ভর্তি করা হয়। শুক্রবার ভর্তি করা হয়েছে চারজনকে। এই চারজনের করোনা পরীক্ষা এখনও করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

এলএনজেপি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. সুরেশ কুমার বলেন, ভর্তি হওয়াদের মধ্যে চার জন যুক্তরাজ্য, চার জন ফ্রান্স, কয়েক জন তাঞ্জানিয়া, এক জন বেলজিয়াম থেকে এসেছে। সবার অবস্থা স্থিতিশীল। মাত্র একজনের জ্বর আছে।

তিনি জানান, এদের সবার নমুনা জিনোম টেস্টের জন্য পাঠানো হয়েছে। পাঁচ বা ছয় দিনের মধ্যে জানা যাবে কেউ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা।

ডা. কুমার বলেন, জিনোম সিকুয়েন্সিং একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া।

ভারতে এখন পর্যন্ত দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। উভয়েই কর্নাটক রাজ্যের। এদের মধ্যে একজনের বয়স ৪৬ বছর এবং তিনি পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন। পেশায় তিনি একজন চিকিৎসক এবং তার কোনও সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস নেই। ২১ নভেম্বর তার জ্বর ও শরীরে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।

অপর ব্যক্তি ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার নাগরিক। ২০ নভেম্বর করোনার নেগেটিভ সনদ নিয়ে তিনি ভারতে আসেন এবং সাত দিন পর দুবাই চলে যান। কর্নাটক সরকারতার বিরুদ্ধে হোটেল থেকে পালানোর অভিযোগে মামলা দায়ের করেছে।

তামিলনাড়ুতে দুই আন্তর্জাতিক যাত্রী শুক্রবার সকালে করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা একটি শিশুও রয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, তাদের নমুনা জিনোম সিকুয়েন্সের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা পিটিআই’র খবরে জানা গেছে, জয়পুরে একই পরিবারের ৯ জনের কোভিড আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪জন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। পরিবারের প্রত্যেকেরই জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
আরও ১৩ জনের করোনা শনাক্ত
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক