X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বজ্রপাতে ভারতের এক রাজ্যে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১৫:০২আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫:০২

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আটটি জেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারের জন্য রাজ্যের উত্তরাংশে আরও বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা নিবিড়ভাবে অনুসরণ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

বর্ষা মৌসুমে ভারতে প্রতি বছর বজ্রপাতে শত শত মানুষের মৃত্যু হয়ে থাকে। পৃথিবীর অন্য যেকোনও জায়গার চেয়ে ভারতে বজ্রপাতে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণ দেশটিতে বহু মানুষ ঘরের বাইরে কাজ করেন। আর এতেই তাদের বজ্রপাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

মঙ্গলবার বজ্রপাতে নিহত প্রতিটি পরিবারকে ৪০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এক বৈঠকে নেতৃত্ব দেন। ওই বৈঠকে স্কুল, হাসপাতাল এবং সরকারি ভবনগুলোতে বজ্রপাত নিরোধক বসাতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে বিহারে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেশি। এই বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় ভারতে গত কয়েক বছরে বজ্রপাতের ঘটনা দ্রুত বেড়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেরোলোজির সংগ্রহ করা স্যাটেলাইট তথ্যে দেখা গেছে ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত ভারতে বজ্রপাতের ঘটনা দ্রুত বেড়ে গেছে।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ভারতে এক কোটি ৮০ লাখ বজ্রপাতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে অলাভজনক সংস্থা ক্লাইমেট রেজিলিয়েন্ট অবজারভিং সিস্টেমস প্রোমোশন কাউন্সিল। এর আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৩৪ শতাংশ বেশি।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি