X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে মঞ্চে উঠলেন না মমতা

রক্তিম দাশ, কলকাতা
৩০ ডিসেম্বর ২০২২, ১৬:৩০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৬:৩৭

প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে সেমি হাই স্পিড ট্রেন ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করার কথা। কিন্তু অনুষ্ঠানের দিন ভোরে প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে সব কিছু বিষাদময়। তবে মায়ের মৃত্যুর শোককে সঙ্গী করেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনের সিদ্ধান্ত নিলেন তিনি। অথচ, সেই অনুষ্ঠানে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান শোনা গেলো। এতে অনুষ্ঠানের মঞ্চে উঠলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতাকে দেখা মাত্রই বিজেপি কর্মীরা তুমুল হইচই শুরু করে দেন। জোর গলায় দেন ‘জয় শ্রীরাম’ স্লোগান। কর্মীদের সঙ্গে শামিল হলেন বিজেপির জনপ্রতিনিধিরাও। অতিথিদের জন্য তৈরি মঞ্চে বসেছিলেন বিজেপির সাংসদ ও বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা সেখানে পৌঁছতেই তাকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মীরা।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুরোধ সত্ত্বেও মূল মঞ্চে উঠলেন না তিনি। বিশৃঙ্খলার সঙ্গে সঙ্গেই তা সামলানোর চেষ্টা করেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা করেন রেলমন্ত্রী।

যদিও শেষমেশ মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা। মঞ্চের পাশে বসে থাকেন। সেখান থেকেই মমতা মোদিকে উদ্দেশ্য করে বললেন ‘আপনার মা মানে আমারও মা। আপনার এই দুঃখের দিনে কোনও কথা যথেষ্ট নয়। আপনি যে এই শোকের সময়ে অনুষ্ঠানের উদ্বোধনে এসেছেন এজন্য ধন্যবাদ। শোকের দিনে আপনি এভাবে অনুষ্ঠানে যোগ দিলেন সেজন্য কৃতজ্ঞতা।’ এরপর প্রধানমন্ত্রীকে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে বিশ্রাম নেওয়ার পরামর্শও দেন মমতা।

রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি সাংসদ, বিধায়ক এবং কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কণ্ঠেও। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নয়, বিজেপি কর্মীরা আবেগে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুকে ‘অসভ্য বানরসেনা’ বলে কটাক্ষ করেছেন। তার কথায়, ‘কোনও ট্রেনের যাত্রা শুরু হলে দুর্গা দুর্গা বলা উচিত ছিল। অযথা রামনাম করবেন কেন? স্থান-কাল-পাত্রের জ্ঞান না থাকায় বিজেপি এই কাজ করেছে।’

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের বক্তব্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কবিগুরুর সেই কবিতার লাইনটি মনে পড়ছে, ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমাদের রাষ্ট্র ভাবনা হলো, দেশের জন্য কাজ করা। দেশকে গড়ে তোলা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জোকা-বিবাদী মেট্রো তৈরিতে ৫ হাজার কোটি রুপি খরচ হয়েছে। নমামি গঙ্গা প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ চলছে। নদী পরিষ্কার রাখতে আধুনিক ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। ভারতীয় রেলের পরিকাঠামোকে আধুনিক করতে রেকর্ড বিনিয়োগ হচ্ছে। ভারতীয় রেলকে বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনও সেভাবেই তৈরি করা হচ্ছে। ভারতের উন্নতির জন্য রেল পরিষেবার উন্নয়ন জরুরি। এই লক্ষ্যে ৪৭৫ বন্দে ভারত এক্সপ্রেসের বড় ভূমিকা হবে।’

/এলকে/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল