X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

ভগবান কৃষ্ণ, হনুমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ কূটনীতিক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ২০:০২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:০২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, রামায়ণ, মহাভারত শুধু মহাকাব্য নয়, কূটনীতির অন্যতম উদাহরণ। ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ। শনিবার নিজের ইংরেজি বই ‘দ্য ইন্ডিয়া ওয়ে: স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড’ প্রকাশনা অনুষ্ঠানে পুনেতে তিনি এই মন্তব্য করেছেন।

বইটির মারাঠি অনুবাদ ‘ভারত মার্গ’ নামে প্রকাশিত হয়েছে। মূলত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কূটনীতি যে প্রধান অস্ত্র এবং অবশ্যম্ভাবী বিশ্বে ভারতের কৌশল কী, তা নিয়েই বইটিতে আলোচনা করেছেন এস. জয়শঙ্কর। মহাকাব্য রামায়ণ ও মহাভারতের অন্যতম দুই কূটনীতিবিদের পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করেন, বইয়ের প্রকাশ অনুষ্ঠানে তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ কূটনীতিক। যদি আমরা হনুমানের দিকে তাকাই, তিনি কূটনীতির ঊর্ধ্বে চলে গিয়েছিলেন, তার লক্ষ্যের দিকে এগিয়ে যান, সীতার সঙ্গে যোগাযোগ করেন এবং লঙ্কায় আগুন ধরিয়ে দেন।

এস. জয়শঙ্কর বলেছেন, অপরদিকে, শ্রীকৃষ্ণের কূটনীতিবিদের উদাহরণ হিসেবে শিশুপালের শত দোষ খণ্ডন এবং ১০১ দোষ করতেই তাকে হত্যা করা থেকে কুরুক্ষেত্র যুদ্ধের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন।

দেশ পরিচালনার জন্য এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পদক্ষেপের ব্যাপারে কূটনীতি বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এস. জয়শঙ্কর। তিনি মনে করেন, পাকিস্তানের পাশাপাশি বর্তমানে চীন ভারতের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিবেশী নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক গণ্ডি দেখার প্রয়োজন নেই।

এই প্রসঙ্গে মহাভারতের শ্রীকৃষ্ণের কূটনীতির উদাহরণ টেনে তিনি বলেন, পাণ্ডবেরা আত্মীয়দের বেছে নেয়নি, আমরাও প্রতিবেশীদের বেছে নেব না। স্বাভাবিকভাবেই, প্রতিবেশী বাছাইয়ের ক্ষেত্রে ভালো বুদ্ধি বিরাজ করবে বলেই আমরা আশা করছি।

তিনি বলেছেন, জঙ্গিদের মদত দেওয়ার জন্য বর্তমানে পাকিস্তানের জোটসঙ্গী খুবই কম। তুরস্কও তাদের সাহায্য করার মতো অবস্থায় নেই। এমনকি চীনও কখনও সাহায্য করবে না, কেবল ঋণ দিচ্ছে। এ প্রসঙ্গে করন এবং দুর্যোধনের উদাহরণ তুলে ধরেন তিনি।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একদিকে সীমান্তে চীনের আগ্রাসী মনোভাব, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে দাপট বাড়ানোর চেষ্টা; দু-দিক থেকেই ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে বেইজিং। এই সময় গোটা পরিস্থিতি কৌশলগতভাবে পরিচালনা করা উচিত।

এই বিষয়ে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের যুধিষ্ঠিরকে দিয়ে দ্রৌণাচার্যকে ‘অশ্বথমা হত’ বলানোর উদাহরণও তুলে ধরেন তিনি।

সূত্র: এনডিটিভি, টিভি ৯ বাংলা

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত
খালিস্তানি আন্দোলনকানাডার হাইকমিশনারকে তলব করেছে ভারত
পশ্চিমের সহায়তা না পেলে যুদ্ধ নয়: ভলোদিমির জেলেনস্কি
সর্বশেষ খবর
ওয়ারীতে আগুনের ঘটনায় দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে
ওয়ারীতে আগুনের ঘটনায় দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে
পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো
পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো
ইংল্যান্ডের সামনে বাধা হতে পারেনি ইউক্রেন
ইংল্যান্ডের সামনে বাধা হতে পারেনি ইউক্রেন
রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
গানের শিল্পী, গ্রামোফোন, ক্যাসেট ও অন্যান্য: পর্ব ১৬রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
সর্বাধিক পঠিত
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ