X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

তৃণমূলের সর্বভারতীয় দলের স্বীকৃতি বাতিলের দাবি বিজেপির

রক্তিম দাশ, কলকাতা
০৩ মার্চ ২০২৩, ২১:৩৬আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২১:৩৬

ভারতের নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহারের দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, জাতীয় দলের শর্ত পূরণে ব্যর্থ তৃণমূল। ৩ রাজ্যের ভোটের ফলের পরই নয়া তরজা। ত্রিপুরায় খাতা খুলতে পারেনি তৃণমূল। মেঘালয়ে ৫ আসনে জয়ী হয়েছে। ওই দুই রাজ্যের ফল তুলে ধরে টুইট করেন শুভেন্দু। 

জাতীয় দলের মর্যাদা পেতে গেলে, নির্বাচন কমিশনের বিধিমতে, চার রাজ্যে ন্যূনতম ৬ শতাংশ করে ভোট থাকা প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে ৪৭.৯ শতাংশ ভোট রয়েছে। সম্প্রতি মেঘালয়ে ৫টি আসন জিতে ১৫ শতাংশ ভোট পেয়েছে, গোয়ায় তারা কোনও আসন পায়নি। ৫.২১ শতাংশ ভোট তাদের রয়েছে, ত্রিপুরায় ০.৮ শতাংশ ভোট তারা পেয়েছে। বৃহস্পতিবার তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল অন্তত তাই বলছে। জাতীয় দলের তকমা পেতে যে গেলে মাপকাঠি থাকা প্রয়োজন, সেক্ষেত্রে তৃণমূল কিছু জায়গায় পিছিয়ে রয়েছে। আর এই ইস্যুটিকেই জোরালোভাবে তুলতে চাইছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, জাতীয় দলের শর্ত পূরণে ব্যর্থ তৃণমূল।

মুকুল রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর মনিপুর, অরুণাচল প্রদেশ ত্রিপুরায় পার্টি সংগঠন বিস্তার করে। এক সময় পাঞ্জাবেও ভোটে করেছিল তৃণমূল। পরে অভিষেক ২০২১ সালে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর নয়া পর্যায়ে বাইরের রাজ্যে ভোটে লড়াই এবং সংগঠন বিস্তারের কাজ শুরু হয়। সাম্প্রতিক তৃণমূলের যা প্রাপ্ত ভোট তা নির্বাচন কমিশনের ধার্যকৃত মাপকাঠি থেকে কম।  

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, শুভেন্দু অধিকারী মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট করতে চান। যেহেতু অভিষেক তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তাই তৃণমূল কংগ্রেস যদি সর্ব ভারতীয় তকমা হারায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদের কোনও অর্থই থাকে না।

উল্লেখ্য, সিপিআই কিংবা এনসিপি-র মতো দলের নাম এখনও জাতীয় দলের তালিকায় রয়েছে। চার রাজ্যে ৬ শতাংশ ভোট পাওয়ার যে মাপকাঠি, তা সিপিআই কিংবা এনসিপি-র ক্ষেত্রেও পূরণ হয়নি। তারপরও তারা জাতীয় দলের তালিকাভুক্ত রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছালো
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছালো
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি