X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দিদি মমতার কড়া অবস্থানে ডিগবাজি ভাই বাবুনের

রক্তিম দাশ, কলকাতা
১৩ মার্চ ২০২৪, ২০:০৯আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২১:৩৭

টান টান উত্তেজনার আবহ।‌ মুহূর্তে তৈরি হচ্ছে নতুন ক্লাইম্যাক্স। ভারতের লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমানী ভাই বাবুন (স্বপন) বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ত্যাজ্য ভ্রাতা’ ঘোষণা করেন বাবুনকে। আর এরপর নিজের অবস্থান পাল্টে ফেললেন মমতার ছোট ভাই।

উত্তরবঙ্গের শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ওকে আমি মানুষ করতে পারিনি। ওর সঙ্গে সব সম্পর্ক শেষ।’ আর এরপরই ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে বাবুন বলেন, ‘দিদি আমার অভিভাবক। দিদির কথা আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি।’

একই সঙ্গে বাবুন আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করে নিচ্ছেন।

ঘটনা হলো, তৃণমূল প্রার্থী তালিকায় নিজের নাম না থাকা আর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম দেখেই অভিমান হয়েছিল বাবুনের। স্বপনের কথায়, ‘প্রসূন বন্দ্যোপাধ্যায় মানুষটার প্রতি আমার অ্যালার্জি রয়েছে। মোহনবাগানের এজিএমে ও আমার সঙ্গে যে আচরণ করেছিল, তা ভুলিনি। তাছাড়া ওর যোগ্যতা নিয়েও আমার সংশয় রয়েছে। প্রসূনকে প্রার্থী করায় আমার মনে হচ্ছে, যে ক্লাস ফাইভ পাস করতে পারে না, তাকে দিয়ে গ্র্যাজুয়েশন করানো হচ্ছে। প্রসূনের থেকে অনেক ভালো ভালো প্রার্থী ছিল। কিন্তু তাদের না করে ওকে প্রার্থী করা হলো। আমার মতে, ওর মতো বাজে লোককে না দেওয়াই উচিত ছিল।’

মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রী মমতার ছোট ভাই স্বপনের (বাবুন) বিজেপিতে যোগদান করা নিয়ে বিভিন্ন জল্পনা ছিল রাজনীতির অলিন্দে। মুখ্যমন্ত্রীর পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট বাবুন। এরইমধ্যে হঠাৎ স্বপন দিল্লি চলে যাওয়ায় সেই জল্পনা আরও বেশি করে দানা বাঁধে। স্বপন নিজে এক পরিচিতের চিকিৎসার জন্য দিল্লিতে এসেছেন বলে জানালেও বিভিন্ন রাজনৈতিক সূত্রে খবর পাওয়া গিয়েছিল, দিল্লিতে গিয়ে স্বপন দেখা করবেন অলিম্পিক সংস্থার সাবেক সহ-সভাপতি নরেন্দ্র বাত্রার সঙ্গে। যিনি বিজেপির ঘনিষ্ঠ বলে পরিচিত। এই নিয়ে যখন লোকসভা ভোটমুখী পশ্চিমবঙ্গে আলোচনার পারদ চড়তে শুরু করেছে, তখনই সেই জল্পনা নাকচ করলেন স্বপন। তিনি বলেন, ‘যত দিন দিদি আছেন দল (তৃণমূল) ছেড়ে কোথাও যাবো না।’ তবে একই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন, রাজ্যের একটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। দল টিকিট না দিলেও তিনি প্রার্থী হিসেবেই দাঁড়াবেন সেখানে।

এরপরই মমতা বাবুনের সঙ্গে সব সম্পর্ক ত্যাগের ঘোষণা করেন।‌ মমতা বলেন, ‘বাবা যখন মারা যান, ওর বয়স ছিল আড়াই বছর। দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু সবাইকে মানুষ করতে পারলেও ওকে পারিনি। আমার ভাই হিসেবে কোনও পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। ওর পাশে যেন আমাদের পরিবারের কারও নাম না থাকে। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকদের পছন্দ করি না। প্রত্যেকটা নির্বাচনে অনেক অশান্তি করেছে।’

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে। দল যাকে প্রার্থী করেছে, তার পাশেই থাকবো। বরং এখন দায়িত্ব আরও বেড়ে গেলো। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য তৃণমূল কর্মীদের আরও দায়িত্ব বেড়ে গেলো বলে জানান মমতা।

এরপরই বাবুন ডিগবাজি খান। তিনি জানিয়ে দেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে যে কথা বলেছিলেন, তা ফিরিয়ে নিচ্ছেন। বাবুনের কথায়, ‘আমি বিজেপিতে যাচ্ছি না। কোথাও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়বো না। দিদি আমাকে যা বলেছেন তা আমি তার আশীর্বাদ হিসেবে নিচ্ছি।’

রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে, এদিনের ঘটনা প্রবাহে অস্বস্তির মুখে পড়বে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা এতদিন তৃণমূলে যে ঘরোয়া কোন্দলের অভিযোগ করে এসেছে, এদিনের ঘটনা তাতেই সিলমোহর দিলো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড