X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য সাত দিনের শোক ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা দিয়েছে ভারত। সরকার শুক্রবার (২৭ ডিসেম্বর) ঘোষণা করেছে যে, ১ জানুয়ারি পর্যন্ত শোক পালন করা হবে। এছাড়া প্রয়াত মনমোহন সিংকে সম্মান জানাতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হবে। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।

তবে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দিষ্ট তারিখ তৎক্ষণাৎ ঘোষণা করা হয়নি। কংগ্রেস দলের একজন সিনিয়র সদস্য ইঙ্গিত দিয়েছেন যে, শনিবার এটি অনুষ্ঠিত হতে পারে। এদিন দেশজুড়ে সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিংকে দেশের ‘সবচেয়ে সম্মানিত নেতাদের একজন’ হিসেবে প্রশংসা করেছেন। টাইমস অব ইন্ডিয়া পত্রিকা তার প্রথম পাতায় তাকে শ্রদ্ধা নিবেদন করে লিখেছে, ‘ভারতের স্বপ্নকে মুক্তি দেওয়া মানুষ’।

শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে চতুর্থ টেস্টে খেলতে নামার সময় ভারতীয় ক্রিকেট দল কালো বাহুবন্ধনী পরে মনমোহন সিংয়ের প্রতি সম্মান জানায়।

১৯৯০-এর দশকের শুরুর দিকে দেশের অর্থনৈতিক উদারীকরণের অন্যতম কারিগর হিসেবে প্রশংসিত হন তিনি।
১৯৩২ সালে বর্তমান পাকিস্তানের গাহ গ্রামের মাটির ঘরে জন্মগ্রহণ করা মনমোহন সিং, সাধারণ এক পরিবেশ থেকে দেশের শীর্ষ পর্যায়ে উঠে আসেন।

দারিদ্র্য দূর করার উপায় খুঁজতে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। ব্রিটেনের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় – কেমব্রিজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণি এবং অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনি বৃত্তি পান।

মনমোহন সিং একাধিক শীর্ষ সরকারি পদে কাজ করেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন।

১৯৯১ সালে ভারতের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে তিনি দেশের অর্থনীতিতে দ্রুত ও টেকসই প্রবৃদ্ধি তৈরি করেন।

/এস/
সম্পর্কিত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি