X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে বিপজ্জনক কার্গো জাহাজ ডুবি, কেরালায় সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫, ১৬:০৮আপডেট : ২৬ মে ২০২৫, ১৬:০৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে একটি তেল ও বিপজ্জনক কার্গো বহনকারী জাহাজ ডুবে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৫ মে) আরব সাগরের কেরালা উপকূলবর্তী কোচি শহরের কাছে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজটি ডুবে যাওয়ার সময় তেল ও অন্যান্য বিপজ্জনক পদার্থ সমুদ্রে ছড়িয়ে পড়ে। এই উপকূলীয় অঞ্চলটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং একটি জনপ্রিয় পর্যটনস্থল হিসেবেও পরিচিত।

জাহাজে থাকা ২৪ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানের মাধ্যমে ক্রুদের নিরাপদে উদ্ধার করেন ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। তবে জাহাজটির ৬৪০টি কন্টেইনারের কিছু অংশ উপকূলের দিকে ভেসে গেছে বলে জানানো হয়েছে। এ কারণে আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, জাহাজ ও এর কার্গো থেকে ছড়িয়ে পড়া তেল, জ্বালানি ও অন্যান্য ক্ষতিকর পদার্থ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক হতে পারে।

কেরালার মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তেল ছড়িয়ে পড়া কার্গো কেরালার যেকোনও উপকূলে পৌঁছাতে পারে বলে পুরো উপকূলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।’

কর্তৃপক্ষ উপকূলের বাসিন্দাদের কোনও কন্টেইনার বা তেল স্পর্শ না করার পরামর্শ দিয়েছে। জেলেদের ডুবে যাওয়া জাহাজটির কাছাকাছি না যেতেও বলা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারতীয় কোস্ট গার্ড দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামসহ একটি জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে। পাশাপাশি, এলাকাটি পর্যবেক্ষণের জন্য তেল ছড়িয়ে পড়া শনাক্ত করার প্রযুক্তিসহ একটি বিমানও পাঠানো হয়েছে।

এমএসসি ইলএসএ ৩ নামের এই জাহাজটি ভিঝিনজাম বন্দর থেকে কোচির দিকে যাচ্ছিল। কোচি উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে জাহাজটি বিপজ্জনকভাবে হেলে পড়ে এবং রবিবার ভোরে একটি চেম্বারে পানি ঢুকে পড়লে সেটি ডুবে যায়।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে ১৩টি বিপজ্জনক কার্গোর কন্টেইনার এবং ১২টি ক্যালসিয়াম কার্বাইড ভর্তি কন্টেইনার ছিল। এই রাসায়নিক পদার্থ সামুদ্রিক পানির সঙ্গে বিক্রিয়া করে দাহ্য গ্যাস তৈরি করে।

/এস/
সম্পর্কিত
বিবদমান প্যারাসেল দ্বীপে সর্বাধুনিক চীনা বোম্বার
সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কনফারেন্স লিগ জিতে যে কীর্তি গড়েছে চেলসি
কনফারেন্স লিগ জিতে যে কীর্তি গড়েছে চেলসি
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু, তাজউদ্দীন, মুজিব-ইন্দিরাও বাদ
৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু, তাজউদ্দীন, মুজিব-ইন্দিরাও বাদ
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা