X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইদলিবে যে কোনও সময় সামরিক অভিযান: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০০

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর অভিযান ঠেকাতে সামরিক অভিযান শুরু করা সময়ের ব্যাপার মাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইদলিবে যে কোনও সময় সামরিক অভিযান: এরদোয়ান

২০১১ সাল থেকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে শুরু হওয়া গৃহযুদ্ধে ইদলিব হলো বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি। সিরিয়ার সেনাবাহিনী ও দেশটির মিত্র রাশিয়া ২০১৮ সালের অস্ত্রবিরতি সীমানার অগ্রসর না হতে অস্বীকৃতি জানিয়ে ইদলিবমুখী অভিযান শুরু করেছে। ১ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযানে ৯ লাখ বেসামরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এদের বেশিরভাগই শিশু।

আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্ক আশঙ্কা করছে নতুন করে শরণার্থী ঢল নামতে পারে। ফলে তারা ইদলিবে সেনা ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে এতে করে রুশ বাহিনীর সহায়তায় সিরীয় বাহিনীর ইদলিবের দিকে অগ্রসর হওয়া ঠেকাতে পারেনি আঙ্কারা।

এই মাসের শুরুতে বেশ কয়েকজন তুর্কি সেনাকর্মী নিহত হওয়ার ঘটনায় সিরীয় বাহিনীকে দায়ী করে আসছে তুরস্ক। এরদোয়ান সিরীয় বাহিনীকে অগ্রসর না হতে হুঁশিয়ারি জানিয়েছেন। তা না করলে সিরীয় বাহিনীকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে বলেও সতর্ক করেন তিনি।

বুধবার ক্ষমতাসীন একে পার্টি আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, সিরীয় শাসকদের ইদলিবে প্রবেশ ঠেকানোর শেষ মুহূর্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চূড়ান্ত সতর্কতা জানাচ্ছি। রাশিয়ার সঙ্গে আলোচনার প্রত্যাশিত ফল আমার পাইনি। আলোচনা চলবে কিন্তু সত্য হলো টেবিলে আমাদের দাবি আদায় হওয়া থেকে অনেক দূরে আছি আমরা।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক নিজেদের অভিযান পরিচালনার সব প্রস্তুতি নিয়েছে। আমরা যে কোনও মুহূর্তে সামরিক অভিযান শুরু করতে পারি। অন্যভাবে বললে, ইদলিবে অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র।

এরদোয়ান সতর্ক করে বলেছেন, সীমান্ত অঞ্চলকে যে কোনও মূল্যে নিরাপদ রাখা হবে।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ