X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মসজিদ থেকে ধর্মীয় নেতার অনুসারীদের বের করে দিলো তুরস্কের পুলিশ

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ২৩:৪৩আপডেট : ০৪ মে ২০২১, ২৩:৪৩

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় তিনটি মসজিদ থেকে জোর করে এক ইসলামপন্থী নেতার অনুসারীদের জোরপূর্বক বের করে দিয়েছে কর্তৃপক্ষ। তুর্কি পুলিশ জানিয়েছে, করোনা বিধিনিষেধের বিরুদ্ধে উসকানি দিতে তারা নামাজ আদায়ে জড়ো হয়েছিলেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ঘটনার ভিডিও ফুটে দেখা গেছে, গাজিয়ানটেপ এলাকায় রবিবার একদল মানুষকে জোর করে মসজিদ থেকে বের করছে পুলিশ। এসময় অনেকেই চিৎকার করে বলছিলেন, আমরা কোরআন তেলাওয়াত করছি। এক পুলিশ কর্মকর্তা তখন পিপার স্প্রে ব্যবহার করেন।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া মে মাসের মাঝামাঝি পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। কিন্তু লকডাউনের আওতায় মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ নয়।

কিন্তু গাজিয়ানটেপ কর্তৃপক্ষ বলছে, কোনও অনুমতি ছাড়াই রমজানের শেষ দিনগুলো মসজিদে অবস্থান নিতে চেয়েছিল এই মানুষেরা।

সোমবার স্থানীয় গভর্নরের কার্যালয় জানায়, তিনটি মসজিদে অবস্থান নেওয়া ৭৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলমান।

এতে আরও বলা হয়েছে, বেসামরিক অসহযোগিতায় লিপ্ত হওয়া এবং শপথ নেওয়ার পর তাদের আটক করা হয়েছে। লকডাউন বিধি লঙ্ঘন, অপমানজনক আচরণ এবং হুমকির ঘটনায় তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

গভর্নরের কার্যালয় জানায়, এই ব্যক্তিরা ধর্মীয় নেতা আল্পআরসলান কায়ুটুলের অনুসারী। যার বিরুদ্ধে অতীতে একাধিকবার সন্ত্রাসবাদের অভিযোগ তদন্ত হয়েছে। তাদের লক্ষ্য নামাজ আদায় ছিল না, তাদের লক্ষ্য ছিল অসহযোগিতা।

কাইয়ুটুল ২০১৮ সালে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার ও বিচারের মুখোমুখি হলেও গত বছর বেকসুর খালাস পেয়েছেন। টুইটারে তিনি দাবি করেছেন, তার অনুসারীরা নামাজ আদায় করতেই মসজিদে গিয়েছিলেন। কোনও ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, যে কর্মকর্তা মসজিদের ভেতরে পিপার স্প্রে ব্যবহার করেছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ