X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইরানের দুই মহাকাশকর্মীর ‘রহস্যজনক মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২২, ১৮:৪০আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:৪০

ইরানের মহাকাশ শিল্পে কর্মরত দুই ব্যক্তি পৃথক ঘটনায় দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী (আইআইরজিসি)-এর মারকাজি শাখা এক বিবৃতিতে নিহতের কথা জানিয়েছে। রবিবার শেষ রাতে ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতি অনুসারে, খোমেইন অঞ্চলে আইআরজিসি’র মহাকাশ শাখায় কর্মরত আলি কামানি ‘গাড়ি দুর্ঘটনায়’ নিহত হয়েছেন। তিনি অজ্ঞাত মিশনে দায়িত্ব পালন করছিলেন।

পরে সোমবার আধা-সরকারি ফার্স নিউজ জানায়, ৩৩ বছর বয়সী মোহাম্মদ আব্দুস নামের আরেক মহাকাশকর্মীও মিশনে থাকা অবস্থায় নিহত হয়েছেন।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানিয়েছে যে, আব্দুস মন্ত্রণালয়ের কাজ করতেন।

ইরান এই দুজনকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে। যা ইঙ্গিত দেয় দুই কর্মীকে হত্যা করা হয়েছে।

আব্দুসের মৃত্যুর কোনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, রবিবার উত্তররাঞ্চলীয় সেমনান প্রদেশে তার মৃত্যু হয়।

ইরানে গত কয়েক সপ্তাহ ধরে যে রহস্যজনক মৃত্যু হচ্ছে কামানি ও আব্দুস তাতে সর্বশেষ সংযোজন। এই মাসের শুরুতে আইআরজিসি’র কুদস ফোসেৃর কর্নেল আলি এসমায়েলজাদেহ নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে।

এর আগে ৩১ মে মহাকাশ প্রকৌশলী আয়ুব এন্তেজারি সন্দেহজনক পারিপার্শ্বিকতায় নিহত হন। ইসরায়েলের সংবাদমাধ্যম দাবি করেছে, এন্তেজারি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে কাজ করছিলেন। এক নৈশভোজে বিষপ্রয়োগে তিনি নিহত হন।

২৬ মে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এহসান ঘাদবেইগি তেহরানের কাছে এক সড়ক দুর্ঘটনায় ‘শহীদ’ হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন।

সবচেয়ে আলোচিত ছিল ২২ মে কুদস ফোর্সের কর্নেল হাসান খোদায়েইয়ের হত্যাকাণ্ড। তেহরানে নিজের বাড়িতে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর পাঁচটি গুলিতে তিনি নিহত হন। তিনি সিরিয়ায় ইরানের হয়ে দায়িত্ব পালন করছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য আইআরজিসি’র কমান্ডার হোসেইন সালামি প্রকাশ্যে ইসরায়েলকে দায়ী করেছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক