X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি গুলিতে নিহত হন আল জাজিরার শিরীন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২২, ১৯:৩৮আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:৩৮

ফিলিস্তিনি জঙ্গি নয়, ইসরায়েলি সেনাদের গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিজেদের তদন্তে এই উপসংহারে পৌঁছেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক নারী মুখপাত্র জানান, ১১ মে’র ঘটনায় স্বাধীন নজরদারির ফলাফল এই অনুসন্ধান।

পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। ফিলিস্তিনিরা তাকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে। আর ইসরায়েলিরা জানায়, নিহতের কারণ এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ঘটনার দিন শিরীন বুকে ‘প্রেস’ লেখা সুরক্ষা পোশাক পরেছিলেন। মাথায় ছিল হেলমেট। ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে গুলিবিনিময়ের সময় রাস্তার পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের নারী মুখপাত্র রাবিনা শামদাসানি জানান, তাদের অনুসন্ধানে উঠে এসেছে যে গুলিতে আবু আকলেহ নিহত ও তার সহকর্মী আলী সামুদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছোড়া। এটি সশস্ত্র ফিলিস্তিনিদের ছোড়া গুলি নয়, যেমনটি শুরুতে দাবি করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এখনও ফৌজদারি তদন্ত শেষ না করাটা গভীর উদ্বেগজনক।

শামদাসানি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তারা তথ্য পেয়েছেন।

গত মাসে ফিলিস্তিনের একটি তদন্তে বলা হয়েছে, শিরীন আবু আকলেহ ইসলায়েলের এক সেনা সদস্য ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে তা একটি ডাহা মিথ্যা।

 

/এএ/
সম্পর্কিত
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে হামাস
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন