X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বন্দরে বিষাক্ত গ্যাস নিঃসরণ, জর্ডানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৬:০৯আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:০৯

লোহিত সাগর উপকূলে জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১৩ জন নিহত এবং আরও ২৬০ জনের বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে ক্লোরিন বোঝাই একটি কন্টেইনার ওপর থেকে পড়ে গেলে গ্যাস ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কন্টেইনারটি উপরে তোলা হচ্ছে আর হঠাৎ করে এটি একটি জাহাজের ওপর পড়ে এবং বিস্ফোরিত হয়। এরপরই উজ্জল হলুদ গ্যাস ছড়িয়ে পড়লে মানুষ দ্রুত নিরাপদ স্থানের দিকে দৌঁড়াতে শুরু করে।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে রাসায়নিক নিঃসরণের কারণে ১২৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

শিল্প এবং বাসাবাড়ি পরিষ্কার সামগ্রিতে ব্যবহার হয় রাসায়নিক ক্লোরিন। স্বাভাবিক তাপ ও চাপে গ্যাসটি হলুদ-সবুজ কিন্তু মজুত ও পরিবহনের সময় এটি সাধারণত অতিরিক্ত চাপে রাখা হয়।

শ্বাসের সঙ্গে নিলে, গিলে ফেললে কিংবা ত্বকের সংস্পর্শে আসলে ক্লোরিন পানির সঙ্গে বিক্রিয়া করে এসিডে পরিণত হয়। তখন এটি শরীরের কোষের ক্ষতির কারণ হয়। উচ্চমাত্রার ক্লোরিন শ্বাসের সঙ্গে গেলে ফুসফুসে জমা হয়ে এটি জীবনের জন্য হুমকির কারণ হতে পারে।

গ্যাস নিঃসরণের পর বন্দর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত আকাবা শহরের বাসিন্দাদের ঘরে থাকার এবং জানালা, দরোজা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর তিনটা ১৫ মিনিটের দিকে গ্যাস নিঃসরণের ঘটনা ঘটে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আকাবার দক্ষিণাঞ্চলীয় বিচ থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্দর থেকে সাত কিলোমিটার দূরের এই বিচটি জনপ্রিয় পর্যটন এলাকা।

গ্যাস নিঃসরণের কয়েক ঘণ্টা পর জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী ফয়সাল সবুল এক ঘোষণায় জানান শহর ও এর বাসিন্দাদের জন্য আর কোনও ঝুঁকি নেই। ঘটনার পর ওই এলাকায় বিশেষজ্ঞ টিম পাঠানো হয়।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!