X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

ইরানে সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১০:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১০:৩১

ইরানের ইফসান শহরের সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, এ ঘটনায় মার্কিন বাহিনীর কোনও সম্পৃক্ততা নেই। তবে দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামরিক কারখানাটিতে ড্রোন হামলার নেপথ্যে ইসরায়েল জড়িত বলে প্রতীয়মান হচ্ছে।

গতকাল রবিবার (২৮ জানুয়ারি) সামরিক কারখানাটিতে ওই ড্রোন হামলা চালানো হয়। ইরানের তরফে বিষয়টি স্বীকার করা হলেও দেশটি বলছে, তারা ড্রোনগুলোকে প্রতিহত করতে সমর্থ হয়েছে। এ ঘটনায় গুরুতর কোনও ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কোনও হতাহতের ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে দেশটি। তবে রয়টার্সের তরফে স্বতন্ত্রভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার ফুটেজে ঘটনাস্থল এলাকায় জরুরি যানবাহন দেখা গেছে।

ড্রোন হামলা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। তবে দীর্ঘদিন থেকেই ইসরায়েল বলে আসছিল, কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো না গেলে তারা দেশটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

মার্কিন কর্মকর্তারা যে হামলায় ইসরায়েলি ভূমিকার দিকে ইঙ্গিত করছিলেন তা বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম রিপোর্ট করেছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এতে ইসরায়েল জড়িত ছিল বলে মনে হচ্ছে। অন্য বেশ কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন, এ ঘটনায় ওয়াশিংটনের কোনও ভূমিকা নেই।

/এমপি/
সর্বশেষ খবর
ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে খুইয়েছেন সর্বস্ব
ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে খুইয়েছেন সর্বস্ব
মাসব্যাপী গণ-ইফতার করাবে এবি পার্টি
মাসব্যাপী গণ-ইফতার করাবে এবি পার্টি
মাসব্যাপী স্বল্প আয়ের মানুষদের ইফতার করাবে ডিএনসিসি
মাসব্যাপী স্বল্প আয়ের মানুষদের ইফতার করাবে ডিএনসিসি
সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার
সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার
সর্বাধিক পঠিত
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!