ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে গাজায় অভিযান চলছে ইসরায়েলি বাহিনীর। এরই অংশ হিসেবে হামাসের এক কোম্পানি কমান্ডার আলী কাদিকে হত্যার দাবি করেছে তারা। গত ৭ অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরে হামলার নেতৃত্বে ছিলেন তিনি।
বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ‘সিন বেত’-এর নির্দেশনা মোতাবেক শনিবার হামাসের আলী কাদিকে হত্যা করেছে বিমান বাহিনী। গত শনিবারের (৭ অক্টোবর) নৃশংস হামলায় তিনি নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।
যদিও হামাসের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত শনিবার ইসরায়েলি সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া হামাসের দেড় হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এই সংখ্যা সবশেষ কত দাঁড়িয়েছে তা কোনও পক্ষই নিশ্চিত করেনি।