অবরুদ্ধ গাজার আল আহালি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও একই সুরে কথা বললেন। তিনি দাবি করেছেন, ‘গাজা থেকে ছোড়া রকেটের আঘাতেই আল আহলি হাসপাতালে বিস্ফোরণ ঘটে। যার প্রমাণ পেয়েছে ব্রিটিশ গোয়েন্দারা।’
গত সপ্তাহে এই হাসপাতালে শক্তিশালী হামলা হলে অন্তত পাঁচশ ফিলিস্তিনি প্রাণ হারান। আহত হন আরও অনেকে। এই ঘটনায় শুরু থেকে ইসরায়েলকে দায়ী করে আসছে সশস্ত্র গোষ্ঠী হামাস ছাড়াও তুরস্ক, জর্ডানসহ আরব দুনিয়া।
তবে হামলার দায় অস্বীকার করে আসছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, হামলাটি গাজা উপত্যকা থেকেই হতে পারে। বাইডেনের সঙ্গে একমত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে মন্তব্য করেননি তিনি।
গত বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র যে অনুসন্ধান চালিয়েছে তার সঙ্গে এখনই একমত হতে পারছে না অটোয়া। তবে কানাডার প্রতিরক্ষা বিভাগের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, গত ১৭ অক্টোবর আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জড়িত। সূত্র: বিবিসি