ইসরায়েলি-ফিলিস্তিনিদের সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সমাধানে পৌঁছানোর জন্য আঞ্চলিক দেশ ও ব্রিকস সদস্যদের অন্তর্ভুক্ত করা যায় বলেও মঙ্গলবার ব্লকটির ভার্চুয়াল সম্মেলনে দেওয়া ভাষণে বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে দেওয়া ভাষণে পুতিন আবারও মধ্যপ্রাচ্য সংকটের জন্য অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতিকে দায়ী করেছেন।
পুতিন বলেছেন, উত্তেজনা নিরসন, যুদ্ধবিরতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক সমাধান খোঁজার জন্য উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এই কাজে ব্রিকস দেশ ও অঞ্চলটির দেশগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এমন উদ্যোগ কীভাবে নেওয়া যেতে পারে তা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট।
ব্রিকস ব্লকে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। আগস্টে নতুন ছয়টি দেশকে সদস্য করার ঘোষণা দিয়েছে তারা। এই দেশগুলো হলো, সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিসর, আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরাত।
পুতিন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সিদ্ধান্তকে নস্যাৎ করার কারণে ফিলিস্তিনিরা অবিচারের শিকার হচ্ছে এবং ইসরায়েল পুরোপুরি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।