X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজায় সংঘাতের চেয়ে বেশি মানুষের মৃত্যু হবে রোগে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৫:০৬

গাজায় ইসরায়েলি হামলার চেয়ে রোগবালাইয়ের কারণে বেশি মানুষ মারা যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাস্থ্য ব্যবস্থার যদি উন্নতি না হয় তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল হবে বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। ডব্লিউএইচও বলছে, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে গাজায়। বিশেষ করে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে বেশি। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালায় তাতে অপর্যাপ্ত ত্রাণ, জ্বালানি সংকটের মতো আরও সমস্যা ভয়াবহ রুপ নিয়েছে। এতে করে দীর্ঘদিন অনাহারে থেকে, বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস মঙ্গলবার বলছেন, আমরা যদি স্বাস্থ্যব্যবস্থা ঠিক না করতে পারি তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে দেখা যাবে গাজায় বোমা হামলার তুলনায় রোগব্যাধিতে মানুষের বেশি মৃত্যু হচ্ছে। তিনি গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার সাম্প্রতিক পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর যে নৃশংসভাবে নির্যাতন করেছে ইসরায়েল সে বিষয়েও মুখ খোলেন ওই মুখপাত্র। গাজায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে ডায়রিয়াজনিত রোগের প্রাদুর্ভাবের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ওই মুখপাত্র। গাজায় বাস্তুচ্যুত বাসিন্দাদের জীবনযাত্রার ওপর জাতিসংঘের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সেখানে কোনও ওষুধ, টিকাদান কার্যক্রমের ব্যবস্থা নেই। নিরাপদ পানিও নেই, স্বাস্থ্যবিধিও অনেক নাজুক।

উল্লেখ্য, গাজায় সব স্যানিটেশন সেবার কাজ এখন বন্ধ রয়েছে। যার ফলে কলেরাসহ বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ২৩ লাখ মানুষের জন্য (অর্ধেক শিশু) বিশুদ্ধ পানির ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত ৪৪ হাজার ডায়রিয়া এবং ৭০ হাজার শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত রোগীর রেকর্ড করেছে যার প্রকৃত সংখ্যা আরও বেশি। সংস্থাটি বলছে, শীতকালের বৃষ্টি ও বন্যার মতো ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে। 

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার ভিডিওবার্তায় বলেন, হাসপাতাল শিশুতে পরিপূর্ণ। তারা সবাই পেটের সমস্যায় ভুগছে। তাদের কোনও বিশুদ্ধ পানিরও উৎস নেই। এর ফলে পঙ্গুত্ব দেখা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি  টর ওয়েনেসল্যান্ড মানবিক এই পরিস্থিতিকে বিপর্যয়কর বলে সতর্ক করেছেন।

গাজার মেয়র ইয়াহিয়া আল-সিরাজ বলেছেন, জ্বালানি ছাড়া পানি পাম্প করা সম্ভব হচ্ছে না। রাস্তায় জমে থাকা বর্জ্যতে নানা রোগব্যাধি দেখা দিচ্ছে। 

এদিকে যুদ্ধবিরতি দুদিন বাড়ানো হলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তরের হাসপাতালে জেনারেটরের জন্য এখনও কোনও জ্বালানি পাওয়া যায়নি। 

 

 

 

 

 

 

 

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তনিহতদের মরদেহ উদ্ধার
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট চলছে
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
সর্বশেষ খবর
ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
‘লক্ষাধিক টাকার ঘড়ি-সানগ্লাস পরে রিকশাচালকদের কষ্ট কী করে বুঝবেন’
‘লক্ষাধিক টাকার ঘড়ি-সানগ্লাস পরে রিকশাচালকদের কষ্ট কী করে বুঝবেন’
নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখে প্রোটিয়াদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ 
নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখে প্রোটিয়াদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ 
রিকশা ও অটোরিকশার সমাধান হতে হবে বাংলাদেশি মডেলেই
রিকশা ও অটোরিকশার সমাধান হতে হবে বাংলাদেশি মডেলেই
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড