ইরান আরও চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন এই পরমাণু কেন্দ্রগুলোর প্রত্যাশিত মোট ক্ষমতা হবে ৫ হাজার মেগাওয়াট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
ইরানের আণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, নতুন এই কেন্দ্রগুলোর কাজ শেষ করতে নয় বছর সময় লাগবে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ১৫০ কিলোমিটার (৭১৫ মাইল) দক্ষিণে ইরানের পূর্ব উপকূলের বন্দর নগরী সিরিকে নতুন চারটি কেন্দ্র তৈরি করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বছরে ৩৫ টন পারমাণবিক জ্বালানি ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।
২০৪১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করতে চায় ইরান। দেশটির এক হাজার মেগাওয়াট শক্তি সম্পন্ন একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা ২০১১ সালে রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়েছে। এছাড়া ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও একটি পারমাণবিক কেন্দ্র তৈরি করেছে দেশটি।
প্রকল্প প্রধান নাসের শরিফলৌ বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয় হবে। তবে এতে ৪ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
জাতিসংঘের আণবিক পর্যবেক্ষণ সংস্থা গত বছর বলেছিল, অস্ত্র তৈরির উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের হার বাড়িয়েছে ইরান।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। আর ইরান তা অস্বীকার করে আসছে।