X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৫৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১০:১৩আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:১৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৬ জুলাই) গাজার দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলা জোরদারের বিষয়টিকে আরব মধ্যস্থতাকারীদের এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে লাইনচ্যুত করেছে বলে অভিযোগ করেছে হামাস। ইসরায়েল বলছে, তারা হামাস যোদ্ধাদের মূলোৎপাটনের চেষ্টা করছে।

দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাহতে ইসরায়েলি বাহিনী মে মাস থেকে অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির একটি বাড়িতে বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাছাকাছি খান ইউনিসে এক ব্যক্তি, তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত। এসময় আহত হন আর ২৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য নির্ধারিত এলাকা আত্তার স্ট্রিটের একটি তাঁবু এলাকার কাছে বিমান হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামলাটি হামাসের মিত্র ইসলামিক জিহাদ গ্রুপের এক সিনিয়র সন্ত্রাসীকে লক্ষ্য করা হয়।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার কারণে বেশ কয়েকজন বেসামরিক আহত হওয়ার প্রতিবেদনগুলো আমরা খতিয়ে দেখছি।’

রয়টার্সের ফুটেজে দেখা গেছে, বাসিন্দারা মৃতদেহ গাধাচালিত গাড়িতে এবং ও আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

কাছাকাছি একটি তাঁবুতে আশ্রয় নেওয়া প্রত্যক্ষদর্শী তাহরির মাটির রয়টার্সকে বলেন, “গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রক্তের ছিটা আশেপাশে ছড়িয়ে পড়ে। আমাদের তাঁবুতে বিধ্বস্ত বোমার অংশ ছিটকে এসে পড়েছিল এবং শহীদদের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমরা চিৎকার করে বলেছিলাম, ‘আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার।’ আমরা হতাহতদের গাড়ি এবং রিকশায় তুলে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সটি আসে।’

ইসরায়েলের সংখ্যা অনুসারে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হন। তখন আরও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।  এই হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের সামরিক শাখার অর্ধেক যোদ্ধাকে নির্মূল করেছে তারা। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৪ হাজার যোদ্ধা তাদের হাতে নিহত বা বন্দি হয়েছে।

মঙ্গলবার সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৩৮ হাজার ৭১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ