X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইসরায়েল কি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে?

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৪:৪০আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৫:০১

ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইসরায়েল অবশ্য বলেছে, তারা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায় না। তবে রবিবারের (২৫ আগস্ট) এই হামলা তারাই আগে শুরু করেছে। আর এর পেছনে অদ্ভুত অজুহাতও দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছে-এমন তথ্য পেয়ে তারা আগেভাগেই হামলা চালিয়েছে। এখন কি হতে যাচ্ছে? ইসরায়েল কি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে? কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

রবিবার ভোরে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপরই ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েল দাবি করেছে, তার বাহিনী এসব রকেটের বেশিরভাগই ধ্বংস ও লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে। তবে ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, তাদের আক্রমণাত্মক ড্রোনগুলো নির্দিষ্ট সময়ে চালু করা হয়েছিল এবং সেগুলো সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড হামলার পক্ষে সাফাই গেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় কাজ। বিশ্বের উচিত ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে দ্ব্যর্থহীন সমর্থন দেওয়া।

অবশ্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, তারা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায় না। ইরানের নেতৃত্বে অশুভ শক্তি হিসেবে উল্লেখ করা শত্রুপক্ষের কাছ থেকে তারা তাদের নাগরিক ও ভূখণ্ড রক্ষার কাজ করছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

পাল্টাপাল্টি হামলার পর বৈরুতে জর্ডানের সব ফ্লাইট বাতিল করেছে।  ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, গত জুলাই মাসের শেষ দিকে তাদের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে।

এতে পরিস্থিতি এখনকার মতো শান্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামি নাদেরের মতে, ‘পুরো অঞ্চলকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে টেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে।’ কিন্তু হিজবুল্লাহ ও ইসরায়েল তা ‘এড়াতে চেষ্টা করছে।’

এরপর কি হবে? জানতে চাইলে আল জাজিরাকে সামি নাদের বলেন, ‘এটা এখনও স্পষ্ট নয়।’

গাজায় যুদ্ধের প্রায় এক বছর হতে চলেছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, ইসরায়েল কি আরেকটি যুদ্ধের জন্য উদগ্রীব?

ইসরায়েল ও হিজবুল্লাহ নেতারা বলছেন, তারা আর একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চান না। তবে উভয় পক্ষই এর জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
সর্বশেষ খবর
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!