X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

সিরিয়ায় শক্তি ফিরে পাচ্ছে ইসলামিক স্টেট

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১৭:১৯আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২১:২৩

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) আবারও শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন কর্মকর্তারা। জঙ্গি সংগঠনটির নতুন করে সদস্য সংগ্রহ ও হামলা বেড়ে যাওয়ায় অস্থিতিশীল হয়ে উঠছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। এক দশক আগে সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের উত্তরাংশের বড় অংশ নিয়ন্ত্রণ করলেও এখন সংগঠনটি ততটা শক্তিশালী না হলেও কারাগার থেকে হাজারো প্রশিক্ষিত যোদ্ধাকে মুক্ত করার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সিরিয়ায় সেনা সংখ্যা প্রায় দ্বিগুণ করে ২ হাজারে উন্নীত করেছে। গত কয়েক মাসে সিরিয়ার মরুভূমিতে আইএসের ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে সংগঠনটির তৎপরতা সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা গেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় সেনা রাখার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি আইএসের পুনরুজ্জীবনের জন্য অনুকূল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) নজরদারিতে ৯ থেকে ১০ হাজার আইএস যোদ্ধা ও ৪০ হাজার পরিবার আটক আছে। তারা পালাতে পারলে পারলে সংগঠনটির সদস্য সংখ্যা যেমন বাড়বে, তেমনি প্রচারণার সুযোগও পাবে তারা। গ্লোবাল ইন্টেলিজেন্স ফার্ম সৌফান গ্রুপের গবেষণা প্রধান কলিন ক্লার্ক বলেন, আইএসের জন্য কারাগার ও শিবিরগুলো এখনও মূল সম্পদ। সেখানে অভিজ্ঞ ও যুদ্ধকঠোর যোদ্ধারা আটক রয়েছেন। তাদের মুক্তি করতে পারলে শক্তি বৃদ্ধির পাশাপাশি মাসের পর মাস ধরে নতুন সদস্য সংগ্রহে কাজে লাগবে।

গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কংগ্রেসে বার্ষিক হুমকি পর্যালোচনা প্রতিবেদন জমা দেয়। তাতে বলা হয়, আসাদ সরকারের পতনের সুযোগ নিয়ে আইএস আটকদের মুক্ত করতে চাইবে এবং হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা ফিরে পেতে চেষ্টা করবে। 

সিরিয়ার নতুন সরকারের (হায়াত তাহরির আল-শাম) সঙ্গে আইএস দমনে যুক্তরাষ্ট্রের সমন্বয় হচ্ছে। গোপনীয়তা রক্ষার শর্তে দুই মার্কিন সেনা কর্মকর্তা জানান, দামেস্কে আইএসের আটটি হামলা প্রতিহত করতে মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে নতুন সরকার। তবে গত মাসের সহিংসতায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। 

ইরাকে আল-কায়েদার একটি শাখা হিসেবে যাত্রা শুরু করে আইএস। সিরিয়ার গৃহযুদ্ধের অস্থিরতাকে কাজে লাগিয়ে সংগঠনটি বিস্তার লাভ করে। ২০১৯ সালে এসডিএফ ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানে আইএসের পতন হলেও ২০২৪ সালে আসাদ সরকার দুর্বল হয়ে পড়ে। ইরান ও রাশিয়ার মতো মিত্ররা অন্য সংঘাতে জড়িয়ে পড়ায় আইএস আবার মাথাচাড়া দিতে শুরু করে। 

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ২০২৩ সালে ১২১টি হামলার দায় স্বীকার করলেও ২০২৪ সালে তা বেড়ে ২৯৪-এ দাঁড়ায়। জাতিসংঘের হিসাবে হামলার সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। তবে গত কয়েক মাসে মার্কিন বিমান হামলার কারণে হামলা কিছুটা কমেছে। 

ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক অ্যারন জেলিন বলেন, দামেস্কে বিদেশিদের ওপর বড় কোনও হামলা হলে পরিস্থিতি বদলে যাবে। তাই সতর্ক থাকতে হবে।

২০২২ সালে হাসাকা শহরের একটি কারাগারে আইএসের হামলায় প্রায় ৪০০ জঙ্গি পালিয়ে যায়। পরে মার্কিন বিশেষ বাহিনীর সহায়তায় এসডিএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তুরস্ক-সমর্থিত মিলিশিয়াদের হামলায় এসডিএফ ব্যস্ত থাকায় কারাগারগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। 

স্টিমসন সেন্টারের গবেষক কাওয়া হাসান বলেন, কুর্দি বাহিনী দুর্বল হলে সেখানে শূন্যতা তৈরি হবে। আর আইএস শূন্যতা পূরণে সিদ্ধহস্ত।

এমন পরিস্থিতিতে সিরিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে আইএসের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে সুইডিশ সাংবাদিকের কারাদণ্ড
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট