X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএনএফ পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৬, ১০:০১আপডেট : ১২ মে ২০১৬, ১০:০১
image

এর আগেও এজিস শিল্ডের জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, রোমানিয়ায় যুক্তরাষ্ট্র যে ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা (এজিস) চালু করছে তা একটি পারমাণবিক চুক্তির লঙ্ঘন। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটি কেবল ন্যাটোকে সুরক্ষা দেওয়ার জন্যই স্থাপন করা হয়েছে, তা রাশিয়ার জন্য হুমকি তৈরি করবে না।
অনেকদিন ধরে যুক্তরাষ্ট্র এজিস সিস্টেমের পরীক্ষা চালিয়ে আসছে। এমনকি যুদ্ধজাহাজেও তারা এ ব্যবস্থা স্থাপন করেছে। এজিস সিস্টেম উৎক্ষেপণকৃত কোনও ক্ষেপণাস্ত্রকে মহাকাশে থাকতেই ধবংস করে দিতে পারে এবং পৃথিবীতে নতুন করে প্রবেশ করতে দেয় না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, যুক্তরাষ্ট্র রোমানিয়ায় যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক স্থাপন করেছে তা ১৯৮৭ সালে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির লঙ্ঘন।  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক প্রধান মিখাইল উলিয়ানভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তটি ভুল ও ক্ষতিকর। কেননা এটি কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে।’
উলিয়ানভ আরও বলেন, ‘এর মধ্য দিয়ে সরাসরি রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।’ তার মতে আমেরিকান এমকে-৪১ উৎক্ষেপণ ব্যবস্থার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেবল ক্ষেপণাস্ত্র প্রতিরোধই নয় ক্রুজ মিসাইলও ছুড়তে পারবে। আর এর মধ্য দিয়েই ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির লঙ্ঘন হবে।

তবে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন ‘রগ স্টেট’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের জন্যই রোমানিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী স্থাপন করা হয়েছে। অতীতে উত্তর কোরিয়াকে মাথায় রেখে যুক্তরাষ্ট্র এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিলেও এবার উত্তর কোরিয়ার কতাটিও মাথায় রাখা হয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া, কিউবা, ইরাক, ইরান ও লিবিয়াকে রগ স্টেট হিসেবে অভিহিত করে থাকে যুক্তরাষ্ট্র। ধারণা করা হয়, এসব রাষ্ট্র বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়, নিজেদের জনগণের অধিকার ক্ষুণ্ন করে এবং যুক্তরাষ্ট্রের ঘোর সমালোচনা করে।

এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধক স্থাপন করা নিয়ে রোমানিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ন্যাটোর বিমানঘাঁটি দেভেসেলুতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রোমানিয়ায় এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদনির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মিরপুরে ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
মিরপুরে ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে
অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে
রাজস্ব আদায়ে সব মাইলফলক অতিক্রম করবে: মেয়র তাপস
রাজস্ব আদায়ে সব মাইলফলক অতিক্রম করবে: মেয়র তাপস
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক