X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আলী ছিলেন পাশ্চাত্যে অশ্বেতাঙ্গ আর মুসলমানদের আত্মপরিচয়ের রাজনৈতিক প্রেরণা

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৬, ১২:৩৩আপডেট : ০৫ জুন ২০১৬, ১৩:৩৮
image


মোহাম্মদ আলী নিজের মুসলমান আর অশ্বেতাঙ্গ পরিচয়কে কেবল ধর্ম কিংবা বর্ণের পরিসর থেকে নয়, রাজনৈতিকতার পরিসর থেকে বিচার করতেন কিংবদন্তী বক্সার ও সাংস্কৃতিক প্রতিরোধ আন্দোলনের জোরালো কণ্ঠস্বর মোহাম্মদ আলী। আত্মপরিচয়ের রাজনীতিতে তিনি ছিলেন দুর্দান্ত এক প্রতিরোধের নাম। প্রান্তিক পরিচয়ের মানুষদের সঙ্গে তিনি সবসময় নৈকট্য অনুভব করেছেন, অনুভব করেছেন শরিকানা।
আলীর ব্যক্তিগত জীবনবোধ বিশ্বের অনেক মানুষেরই অনুপ্রেরণা হয়েছে। আলীর দ্বারা অনুপ্রাণিত তেমনই একজন মানুষ অস্ট্রেলীয় কবি, গীতিকার ও হিপ হপ শিল্পী ওমর মুসা। তিনি জানিয়েছেন, মোহাম্মদ আলীই তাকে আত্মপরিচয় নিয়ে মাথা উচু করে বাঁচতে শিখিয়েছেন। অশ্বেতাঙ্গ আর মুসলিম আত্মপরিচয় নিয়েও তিনি যে গর্বের সঙ্গে অস্ট্রেলিয়ায় বাস করতে পারছেন, তার নেপথ্যে রয়েছে মোহাম্মদ আলীর প্রেরণা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে মুসা জানিয়েছেন, কিভাবে ছোটবেলায় মোহাম্মদ আলী তার আদর্শ হয়ে উঠেছিলেন। নিবন্ধে তিনি লিখেছেন, ‘শৈশবে একবার অস্ট্রেলিয়ায় এক শিশু আমাকে অশ্বেতাঙ্গ বলে উপহাস করেছিল। আমি কাঁদতে কাঁদতে বাড়ি গেলাম এবং প্রথমবারের মতো বাবা-মার কাছে নিজের অশ্বেতাঙ্গ হওয়া নিয়ে কষ্টের অনুভূতি প্রকাশ করলাম। আমার মা-বাবা আমাকে টেনে ধরে বসালেন। বললেন, যে যাই বলুক না কেন আমি যেন আমার গায়ের রং ও মুসলিম হওয়া নিয়ে গর্ববোধ করি। এরপরই আমার বাবা যুক্তরাষ্ট্রের একজন দক্ষ ও সুদর্শন কৃষ্ণাঙ্গ বক্সারের ছবি দেখালেন যিনি কিনা জনগণ আর তার বিশ্বাসের সুরক্ষায় লড়াই করেছেন। তিনি আমাদের মতোই মুসলিম। এবং তিনি একজন কবিও।’





ওমর মুসা
মুসা জানান মোহাম্মদ আলীকে দেখিয়ে তার মা-বাবা যখন তাকে বোঝালেন তখন তিনি শান্ত হলেন। এরপর কুইয়ানবিয়ান লাইব্রেরি থেকে মোহাম্মদ আলীর কিছু ছবি ফটোকপি করে নিজের স্কুল ডায়েরি আর দেয়ালে সেগুলো লাগালেন।

মুসা বলেন, ‘আলী আমাকে সাহসী হওয়ার, নিজের অধিকারের জন্য সোচ্চার হওয়ার শিক্ষা দিলেন। তিনি আমাকে শেখালেন যে আমার গায়ের রং অশ্বেতাঙ্গ নয় বরং তা স্বর্ণের চেয়েও উজ্জ্বল। নিজেকে নিয়ে গর্বিত হওয়ার শিক্ষাও আমি তার কাছ থেকেই পেয়েছি। হিরো ধারণায় আমার বিশ্বাস আছে কিনা তা জানা নেই। কিন্তু যদি কখনও আমার জীবনে কোনও হিরো থেকে থাকে তিনি হলেন মোহাম্মদ আলী।’

মুসা জানান, সঙ্গীতাঙ্গনের লোক হয়েও মাইকেল জ্যাকসন কিংবা প্রিন্সের মৃত্যু তাকে এতাটা মুষড়ে দিতে পারেনি। কিন্তু আলীর মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। মনে হচ্ছে নিজের পরিবারের কোনও সদস্যকে হারিয়ে ফেলেছেন তিনি। তবে নিজের জন্য কেউ শোক করুক তা মোহাম্মদ আরী চাইতেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুসা। কেননা আলী যখন অসুস্থ হন তখন তিনি চাইতেন না কেউ তার জন্য দুঃখ করুক। সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন: 
আলীর জন্মশহরে শোকের মাতম, স্মৃতি হাতড়ে ফিরছেন স্বজনরা

কেমন ছিল আলীর অন্তিম মুহূর্ত, জানালেন কন্যা হানা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড