X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আবারও আইনি লড়াইয়ের মুখে ট্রাম্পের ‘মুসলিম নিষেধাজ্ঞা’

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৭, ০৭:৫৬আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০৭:৫৮
image

ট্রাম্পের হাতে `মুসলিম নিষেধাজ্ঞা` মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন করে ছয় মুসলিম-প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার পর, তার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মানবাধিকার ও ডেমোক্র্যাট নেতারা।

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন আয়োজন করে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এরপরই আমেরিকান সিভিল লিবারটিজ ইউনিয়ন জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে সাংবিধানিকভাবে লড়াই চালিয়ে যাবে। সংগঠনটির পরিচালক ওমর জাদওয়াত একে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ উল্লেখ করে বলেন, ‘ট্রাম্প প্রশাসন আগের নিষেধাজ্ঞা থেকে অনেক সরে আসলেও এখনও এটা মুসলিম নিষেধাজ্ঞা। আর তা মার্কিন আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

মার্কিন অভিবাসন আইনজীবীরাও জানিয়েছেন, ‘এখনও এই নিষেধাজ্ঞা আগেরটির মতোই ঘাতক।’ স্যাম অ্যাডাইর জানান, ‘এবারের নিষেধাজ্ঞায় কিছু বিষয় স্পষ্ট হলেও এখনও তা সংবিধানের পরিপন্থি।’

আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘ইসলামোফোবিয়া ও বর্ণবাদের জন্যই এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবারের নিষেধাজ্ঞার প্রভাবও আমাদের সম্প্রদায়ের ওপর আগেরটির মতোই পড়বে। আর আমরা আক্রান্তদের আইনি সহায়তা দেওয়া অব্যাহত রাখব।’

মার্কিন টেক-জায়ান্টরাও এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। উবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের মনোভাব পরিবর্তিত হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা অনৈতিক ও ভুল। এর ফলে উবারের যারাই আক্রান্ত হবেন, তাদের জন্য আমরা লড়ে যাবো।’

এদিকে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট পার্টির নেতা চাক শুমারও ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা থেকে ক্ষুদ্র একটি অংশ সরিয়ে নিলেও তা নিষেধাজ্ঞাই থাকে।’

তিনি আরও বলেন, ‘এমন ভয়াবহ নির্বাহী আদেশের ফলে আমরা আরও অনিরাপদ হয়েছি। আর এমন নিষেধাজ্ঞা অ-মার্কিনি। এটি অবশ্যই বাতিল করতে হবে।’

নিষেধাজ্ঞাটিকে ‘বিদ্বেষপূর্ণ, অনৈতিক ও অসাংবিধানিক’ উল্লেখ করে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রধান টম পেরেজ বলেন, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করাটা পার্টির সদস্যদের দায়িত্ব।’

উল্লেখ্য, সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসারে নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’র ঘোষণা দেওয়া হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও আইনমন্ত্রী জেফ সেশনস।

নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়েছে। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। 

ট্রাম্পের জারি করা নতুন এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই তারা আগামী ৯০দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ১৬ মার্চ থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।

প্রসঙ্গত, ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

সূত্র: বিবিসি, ফোর্বস।

/এসএ/

সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?