X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইনের পক্ষ নেওয়ায় মঞ্চ ছাড়তে বাধ্য হলেন কেরালার গভর্নর

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৬

ভারতের কান্নুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৮০তম ভারতীয় ইতিহাস কংগ্রেসে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান। শনিবার ওই কংগ্রেসে রাজ্যসভার আইনপ্রণেতা কে কে রাজেশ ও ইতিহাসবিদ ইরফান হাবিব সংশোধিত নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। এরপর বক্তব্য দিতে গিয়ে আইনটির পক্ষ নেন গভর্নর। সে সময় প্রতিনিধিদের প্রতিবাদের মুখে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে। ভারতীয় ইতিহাস কংগ্রেসে প্রতিনিধিদের বাধার মুখে পড়েন গভর্নর কেরালার গভর্নর

গত ১২ ডিসেম্বর নাগরিকত্ব আইন সংশোধনের পর এর বিরুদ্ধে ভারত জুড়ে চলছে বিক্ষোভ। বিতর্কিত ওই আইনে প্রতিবেশি তিন দেশ থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিক্ষোভকারীরা আইনটিকে বৈষম্যমূলক ও ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান পরিপন্থী বলে আখ্যা দিয়েছে।

শনিবার কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসেও উঠে আসে সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত বিতর্ক। রাজ্যসভার আইনপ্রণেতা কে কে রাজেশ ও ইতিহাসবিদ ইরফান হাবিব বলেন, (ভারতের) সংবিধান এখন তাদের হুমকির মুখে পড়েছে যাদের স্বাধীনতা সংগ্রামে কোনও অবদান নেই।

ওই মন্তব্যের প্রতি বিরক্তি প্রকাশ করে নিজের বক্তব্যে কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান বলেন, ‘এই ধরণের চলমান ইস্যু এই উদ্বোধনী অনুষ্ঠানে তোলা উচিত না। কংগ্রেসের অন্য অধিবেশনে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন’। তার আগের বক্তারা যেসব মন্তব্য করেছেন সেগুলোকে রাজনৈতিক বলে অভিহিত করে তিনি বলেন এগুলোর সঙ্গে ইতিহাসের কোন সংশ্লিষ্টতা নেই।

কেরালার গভর্নর বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রে ফলপ্রসু আলোচনা দরকার, সহিংসতা নয়। যারা বিরোধীদের ব্যানার তুলে ধরেছেন তাদের সরকারের সঙ্গেও আলোচনার প্রস্তুতি থাকা উচিত। তাদের (বিক্ষোভকারীরা) বিভ্রান্ত করা হয়েছে। বিতর্ক ও আলোচনার পথ বন্ধ করে দেওয়া হলে সহিংসতায় উস্কানি দেওয়া হয়’।

দেশবিভাগ নিয়ে বক্তব্য চালিয়ে যাওয়া শুরু করলে ইতিহাস কংগ্রেসের কয়েক জন প্রতিনিধি প্লাকার্ড হাতে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে এসে গভর্নরের বক্তব্যের প্রতিবাদ জানান। মাওলানা আবুল কালাম আজাদ ও মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন গভর্নর। তবে মঞ্চে উপস্থিত ইতিহাসবিদ ইরফান হাবিব তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বরং (মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম) গডসেকে উদ্ধৃত করুন’। শোরগোল তুমুল হয়ে উঠলে বক্তব্য চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে ওঠে। ওই সময় বিক্ষোভকারীদের হেফাজতে নেয় পুলিশ। তবে গভর্নর ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ প্রতিনিধিদের সঙ্গে পুলিশি আচরণের নিন্দা জানান ভারতীয় ইতিহাস কংগ্রেসের সাধারণ সম্পাদক মহালক্ষী রামাকৃষ্ণান। পরে কেরালার গভর্নরের কার্যালয়ের এক টুইট বার্তায় বলা হয়, ‘সংবিধান সুরক্ষা ও রক্ষায় নিবেদিত ব্যক্তি হিসেবে আগের বক্তাদের উত্থাপিত পয়েন্টের জবাব দিয়েছেন গভর্নর। কিন্তু ভিন্নমতে অসহনশীল হয়ে মঞ্চ ও দর্শকসারি থেকে তার বক্তব্যে বাধা দেওয়া অগণতান্ত্রিক’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী