X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনিশ্চয়তার মুখে মালয়েশিয়ার রাজনীতি

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪২
image

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ (৯৪) কতদিন দায়িত্ব পালন করবেন, তা নিশ্চিত নয়। কবে নাগাদ একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তাও স্পষ্ট নয়। পরবর্তী সরকার কবে গঠন হবে তা নিয়েও রয়েছে অস্পষ্টতা। সব মিলে অনিশ্চয়তার মুখে পড়েছে মালয়েশিয়ার রাজনীতি।

ফাইল ছবি


সোমবার ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করায় আনোয়ার ইব্রাহিমের কাছে তার ক্ষমতা হস্তান্তরের নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ওদিকে গত বছরের শেষ চতুর্ভাগে এক দশকের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি ছিল একেবারে নিচে। অ্যাটর্নি জেনারেল টম্মি থমাস সাংবাদিকদের বলেছেন, একজন অন্তর্বর্তী নেতা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন তার কোনও সুনির্দিষ্ট সময়সীমা নেই। প্রধানমন্ত্রী হিসেবে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তিনি নিজের মতো করে একটি মন্ত্রিসভা গঠনসহ যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগের একদিন পরেই মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন ড. মাহাথির মোহাম্মদ। তবে তার নামের আগে এখন যুক্ত হয়েছে অন্তর্বর্তী পদবী। সোমবার তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করার পর দেশের রাজনীতিতে যেন ঝড় বয়ে যাচ্ছে। এদিন তিনি পুরো মন্ত্রিসভা বাতিল করেন। পরে রাজার অনুরোধে অন্তর্বর্তী দায়িত্ব পালনে রাজি হন। মঙ্গলবার তিনি পুত্রজয়ায় তার গাড়িতে করে উপস্থিত হন। কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি বয়সী এই নেতা এ সময় কোনও মন্তব্যই করেননি।
নির্বাচনের আগে মাহাথির পুরনো শত্রু, নিজের প্রথম দিককার ক্ষমতার মেয়াদে উপ-প্রধানমন্ত্রী থাকা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধেছিলেন। সেই জোট ২০১৮ সালে দুর্নীতিবিরোধী প্রচারণায় বিস্ময়করভাবে ক্ষমতায় আসে। তবে ক্রমশ জনপ্রিয়তা হারাতে থাকে তারা। জোটের এমন ভঙ্গুর অবস্থার মধ্যেই পদত্যাগ করে বসেন মাহাথির। কিন্তু নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা অর্ধেক মেয়াদে তিনি থাকবেন, বাকিটা সময় প্রধানমন্ত্রী হবেন আনোয়ার ইব্রাহিম।
সপ্তাহান্তে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এ সময় অভিযোগ ওঠে, আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে নতুন একটি জোট সরকার গঠনের জন্য মাহাথিরের মিত্ররা এর আগে ক্ষমতাসীন নাজিব রাজাকের দলের সঙ্গে জোট বাধার ষড়যন্ত্র করছে। এ অবস্থায় কবে নাগাদ ক্ষমতা হস্তান্তর করছেন মাহাথির তা জানতে চেয়ে জোর দাবি তোলেন আনোয়ার ইব্রাহিমের অনুগতরা। এতে দৃশ্যত ক্ষুব্ধ হন মাহাথির।
মালয়েশিয়ার সংবিধান বলছে, কোনও নেতা যদি দেখাতে পারেন যে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ তাহলে তিনি সরকার গঠন করতে পারেন। তার আগে তাকে রাজার সম্মতি নিতে হয়। রাজা তাকে অনুমতি দিলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
এদিকে সকাল ১০টা ৩৫ মিনিটে ইস্তানা নিগারায় প্রবেশ করেছেন অ্যাটর্নি জেনারেল টম্মি থমাস। ইস্তানা নিগারা হলো রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগোংয়ের বাসভবন। সেখানে আরও প্রবেশ করেছেন প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাট। এটা নিশ্চিত করে বলা যায়, তাদের মধ্যে বর্তমানে সৃষ্ট রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে। ওদিকে ড. মাহাথির মোহাম্মদ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন, এমন খবরে সকাল ১০টা ৪০ মিনেটে পুত্রা পারডানায় প্রবেশ করতে দেখা গেছে আনোয়ার ইব্রাহিমকে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা