X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২০, ১৬:০১আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৬:২৯

ইতালিতে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সেখানকার জীববৈচিত্র্যে খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। ইতালীয় উপকূল ও ভেনিস খাল থেকে দূরে চলে যাওয়া প্রাণীকুল আবার ফিরে আসতে শুরু করেছে সেখানে।  করোনা পরিস্থিতিতে মূলত পর্যটক ও জাহাজের সংখ্যা কমে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করছেন, করোনার পরিস্থিতিতে মানুষ কোয়ারেন্টিনে থাকায় প্রকৃতি নিজের আসল রূপ ফিরে পেতে শুরু করেছে। 

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

চীনের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর শীর্ষে অবস্থান ইতালির। গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে আট হাজার ৯৮৮ জন মানুষের। এদের বেশিরভাগই চীনের বাসিন্দা। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। এদের মধ্যে ২ হাজার ৯৭৮ জন প্রাণ হারিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর, থিয়েটার, সিনেমা, স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্থানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে যোগাযোগ। জলপথেও আরোপ করা হয়েছে নিয়ন্ত্রণ।  

ইতালিতে করোনা প্রতিরোধে নেওয়া সুরক্ষা ব্যবস্থার কারণে ভেনিসের পানি পরিষ্কার হতে শুরু করেছে। উপকূলে ফিরতে শুরু করেছ ডলফিন। এসব ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করছেন সে দেশের মানুষ। এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘ভেনিস এমন স্বচ্ছ পানি অনেকদিন দেখেনি। ডলফিনও আসতে শুরু করেছে। প্রকৃতি যেন আবার এখানে নতুন করে সবকিছু শুরু করছে।’

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

একটি ছবির কোলাজে ইতালীয় বন্দরে ডলফিন দেখা যাচ্ছে। এছাড়া ভেনিস খালের পানিও অনেকদিন পর স্বচ্ছ হতে শুরু করেছে। মূলত জলপথের বাহনের সংখ্যা কমে আসায় পানি পরিষ্কার হতে শুরু করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম এসকোয়ার জানায়, কাগিলিয়ারি বন্দরে ডলফিন দেখা গেছে। ডব্লিউ ম্যাগাজিন জানায়, এই অঞ্চলে ডলফিনের দেখা পাওয়া দুর্লভ ব্যাপার। তবে বেশ কয়েকজন তা দেখেছে এবং টুইটারে তা শেয়ার করতে শুরু করেছেন। সেই ছবিগুলোতে ডলফিন ছাড়া রাজহাঁসেরও দেখা মিলেছে। ইকাভেরি নামে এক ব্যবহারকারী টুইট করে জানান, ‘হাঁসেরা ফিরে এসেছে। তাদের দেখা যাচ্ছে।’

করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন, ফিরছে ডলফিন-রাজহাঁস

কোসোডেলিরানতে চারটি ছবি টুইট করে লেখেন, ‘রোমের ঝর্ণায় আবার হাঁস এসেছে। ভেনিসের পানি এখন পরিষ্কার এবং তাতে মাছ দেখা যাচ্ছে। কমে গেছে বায়ুদূষণ। কোয়ারেন্টাইনের এই সময়ে প্রকৃতি যেন নিজের জায়গা ফিরে পেয়েছে।’ এর মধ্যে একটি ছবিতে ডলফিন দেখা গেছে। আরেকটি ছবিতে দেখায় যায় একটি শুকর রাস্তার মাঝে চলে এসেছে।

বব রবিনসন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় ইতালীয় বন্দরে ডলফিন লাফ দিচ্ছে। তিনি লেখেন, ‘উপকূলে জাহাজ ও মানুষের চলাচল কমে যাওয়ায় ডলফিন ফিরতে শুরু করেছে। ’

টম নামে একজন টুইট করেন, ‘পৃথিবী সুস্থ হচ্ছে। বায়ু দূষণ কমছে, পানি দূষণ কমছে, প্রাণিকূল স্বাভাবিক হতে শুরু করেছে। আসলে করোন ভাইরাসই পৃথিবীর ঔষধ। আমরাই ভাইরাস।’

 

/এমএইচ/ বিএ/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক