X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা: উন্নয়নশীল দেশগুলোকে ১৯০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ০৯:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:২৮

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে জরুরি স্বাস্থ্য সহযোগিতা ও শক্তিশালী করার ১৯০ কোটি ডলার ঋণ সহযোগিতা দেবে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা এই পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। করোনা মোকাবিলায় সংস্থাটির এটি প্রথম প্রকল্প। এতে ২৫টি উন্নয়নশীল দেশকে সহযোগিতা দেওয়া হবে।

করোনা: উন্নয়নশীল দেশগুলোকে ১৯০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ফাস্ট-ট্র্যাক সুবিধার আওতায় এই আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সংস্থাটি দ্বিতীয় ধাপে ৪০টিরও বেশি দেশকে সহযোগিতার পরিকল্পনা করছে। কোভিড-১৯ মোকাবিলায় আগামী দেড় বছরে ১৬০ বিলিয়ন ডলার সহযোগিতা দিতে প্রস্তুত।

সংস্থার প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিশ্ব ব্যাংক বিস্তৃত ও দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আমরা উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্য বৃদ্ধির জন্য কাজ করছি যাতে করে মহামারির পর দ্রুততম সময়ে অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধার সম্ভব হয়। সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে বেশি।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক প্রকল্পের আওতায় আফ্রিকার ইথিওপিয়া ৮২ মিলিয়ন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ৪৭ মিলিয়ন ডলার পাবে। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ মঙ্গোলিয়া পাবে ২৬.৯ মিলিয়ন, কম্বোডিয়া ২০ মিলিয়ন ডলার। ইউরোপ ও মধ্য এশিয়ার তাজিকিস্তান ১১.৩ মিলিয়ন, কিরগিজ রিপাবলিক ১২.১৫ মিলিয়ন ডলার, লাতিন আমেরিকার হাইতি ২০ মিলিয়ন, ইকুয়েডর ২০ মিলিয়ন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইয়েমেন ২৬.৯ মিলিয়ন, জিবুতি ৫ মিলিয়ন ডলার, দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ১০০ মিলিয়ন ডলার, ভারত ১ বিলিয়ন ডলার, পাকিস্তান ২০০ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ১২৮ মিলিয়ন ও মালদ্বীপ ৭.৩ মিলিয়ন ডলার ঋণ সহযোগিতা পাবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্বের বেশির ভাগ দেশ। দ্রুত বেড়ে চলেছে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এখন তা ১৮০ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

/এএ/
সম্পর্কিত
অর্থনৈতিক চাপে জাপানের অধিকাংশ মানুষ
বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত
মিউনিখ সম্মেলনে সবার দৃষ্টি শেখ হাসিনার দিকে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের