X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইরাকে সাময়িকভাবে রয়টার্সের লাইসেন্স বাতিল

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:৩২

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে খবর প্রকাশের পর তিন মাসের জন্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের লাইসেন্স বাতিল করেছে ইরাক। বৃহস্পতিবার (২ এপ্রিল) ওই খবরের নিন্দা জানিয়েছে ইরাকের যোগাযোগ ও মিডিয়া কমিশন। একই সঙ্গে রয়টার্সকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে। তবে ব্রিটিশ বার্তা সংস্থাটি তাৎক্ষনিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইরাকে সাময়িকভাবে রয়টার্সের লাইসেন্স বাতিল

ইরাকের সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭২ জন আর মারা গেছে ৫৪ জন। তবে ব্রিটিশ বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক খবরে জানায়, দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। অভিযোগ করা হয়, ইরাক সরকার আক্রান্ত ও নিহতের সংখ্যা গোপন করছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যকে ভুল আখ্যা দিয়েছে বলেই উল্লেখ করা হয় ওই খবরে।

বৃহস্পতিবার রয়টার্সের খবরকে ‘বিস্ময়কর’ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ইরাকের যোগাযোগ ও মিডিয়া কমিশন। সাময়িকভাবে লাইসেন্স বাতিল ছাড়াও ২১ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হতে পারে বলে বলা হয়েছে। সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলায় রয়টার্সকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারিতে চরমভাবে আক্রান্ত দেশ ইরানের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে ইরাকের। দীর্ঘদিনের যুদ্ধের কারণে বিপর্যস্ত হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই মহামারি ঠেকাতে গত ১৭ মার্চ থেকে কারফিউ জারি করেছে ইরাক। দুই দফায় বাড়ানো হয়েছে এর মেয়াদ। বিভিন্ন প্রদেশের মধ্যে ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক