X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিউমোনিয়া নেই, অবস্থা স্থিতিশীল: ডাউনিং স্ট্রিট

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১৮:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৩:৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হননি জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিউমোনিয়া নেই, অবস্থা স্থিতিশীল: ডাউনিং স্ট্রিট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর রবিবার (৫ এপ্রিল)  হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

মঙ্গলবার জনসনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাওয়া হলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী রাতভর স্থিতিশীল ছিলেন এবং তার মনোবল শক্ত রয়েছে। তিনি মান অনুযায়ী অক্সিজেন চিকিৎসা নিচ্ছেন এবং কোনও প্রকার সহায়তা ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। তার কোনও ধরনের যান্ত্রিক ভেন্টিলেশন কিংবা শ্বাসপ্রশ্বাসের সহায়তার দরকার পড়েনি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিকিৎসায় করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা ব্যবহার করা হবে না বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। এই বিষয়ে জানতে চাওয়া হলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা বিভাগের সম্ভাব্য সর্বোচ্চ সেবা পাচ্ছেন বলে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। তার যেকোনও চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত তার চিকিৎসকদের বিষয়।’

প্রধানমন্ত্রী অসুস্থ হওয়ায় তার দায়িত্ব সামলাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে অর্থমন্ত্রী রিসি সুনাক দায়িত্ব নেবেন বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ডোমিনিক রাব সরকারের কাউকে নিয়োগ বা বরখাস্ত করতে পারবেন না।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা