X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৪:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৪:৩৬

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি নিজের হাসপাতালের বিছানায় উঠে বসছেন বলে জানিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী রিসি সুনাক। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী মেডিক্যাল কর্মীদের সঙ্গে ইতিবাচক সাড়া দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে। ব্রিটিশ অর্থমন্ত্রী রিসি সুনাক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর রবিবার (৫ এপ্রিল) হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানায় ডাউনিং স্ট্রিট।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী রিসি সুনাক জানান প্রধানমন্ত্রী চমৎকার সেবা পাচ্ছেন। তিনি বলেন, ‘হাসপাতালের সর্বশেষ খবর অনুযায়ী প্রধানমন্ত্রী আইসিইউতে রয়েছেন। সেখানে তার অবস্থার উন্নতি হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি তিনি বিছানায় উঠে বসেছেন এবং চিকিৎসাকর্মীদের সঙ্গে ইতিবাচক সাড়া দিচ্ছেন।’

ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী চিকিৎসার প্রতিটি পর্যায়ে চমৎকার সেবা ও পরামর্শ পেয়েছেন। শেষ পর্যন্ত আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা কেউ অতিমানব নই।’ তিনি বলেন, রাজনীতিবিদ এবং কর্মকর্তারা নির্দেশনা অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করছেন।

করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার এখনও ভালোভাবে কাজ করে যাচ্ছে দাবি করে অর্থমন্ত্রী রিসি সুনাক বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকেও ভালো খবর পাওয়া যাচ্ছে আর দূরে অবস্থান করা অনেকেই কাজে ফিরে আসছেন। তবে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা বহাল রয়েছে বলে জানান তিনি।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক