X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কঙ্গোয় তিন দিন ধরে বিদ্রোহী-সেনাবাহিনী লড়াই, নিহত ৪৩

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ০১:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১০:৫২

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে টানা তিন দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। দেশটির সরকার ও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে এই লড়াইয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। সোমবার দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শুক্রবার বিদ্রোহীরা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ২১ বেসামরিক নাগরিককে হত্যা করলে এই লড়াই শুরু হয়। কঙ্গোয় তিন দিন ধরে বিদ্রোহী-সেনাবাহিনী লড়াই, নিহত ৪৩

প্রতিবেশি উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স বা এডিএফ’র বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এপর্যন্ত ডিআরসি’ন বেনি অঞ্চলে হামলা চালিয়ে অন্তত ১৫শ’ জনকে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯০ দশক থেকে দেশটিতে তাণ্ডব চালানো শুরু করে এই সশস্ত্র বিদ্রোহীরা।

ডিআরসি’র ইতুরি প্রদেশের উর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা গিলবার্ট তেসলে জানিয়েছেন, গত শুক্রবার মাগাই এলাকায় হামলা চালিয়ে বিদ্রোহীরা ২১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পরে তাদের হটিয়ে দিতে সেনাবাহিনী অভিযান শুরু করে। রবিবার এই লড়াই পার্শ্ববর্তী দুজুগো এলাকায় ছড়িয়ে পড়ে।

ইতুরি প্রদেশের সেনা মুখপাত্র কর্নেল জেমস নোগোঙ্গো জানিয়েছেন লড়াইয়ে দুই সেনা নিহত হয়েছে। এছাড়া হামলাকারীরা দুই বেসামরিক নাগরিককে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনী ১২ হামলাকারীকে হত্যা করে।

এদিকে এডিএফ’র মালাম্বো অঞ্চলের প্রধান জন ক্যাম্বালের দাবি, রবিবার উত্তর কিভু প্রদেশের বেনি শহরে হামলা চালিয়ে তারা পাঁচ পুরুষ ও এক নারীকে হত্যা করেছে তাদের যোদ্ধারা।

উল্লেখ্য, উগান্ডার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির শাসনের বিরোধিতা করে জন্ম হয় এডিএফ’র। তবে ১৯৯৫ সালের পর গোষ্ঠীটি ডিআরসিতে ঢুকে পড়ে সেখানেই ঘাঁটি গড়ে তোলে। উগান্ডার অভ্যন্তরে বহু বছর ধরেই কোনও হামলা চালায় না গোষ্ঠীটি। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া