X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব তুলবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি রুহানির

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ২১:৫৮আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১০:২৭

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ানোর একটি সংশোধিত প্রস্তাব আনতে চাইছে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের পক্ষে আরও বেশি সমর্থন পাওয়ার আশা করছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রস্তাবের জোরালো বিরোধিতা করেছে ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন। এদিকে মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব সমর্থন করলে পরিণতির বিষয়ে সতর্ক করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব তুলবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি রুহানির

২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি অনুমোদন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ওই অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের একটি ধারায় বলা হয়, ইরান যদি পারমাণবিক চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে তাহলে এই চুক্তি স্বাক্ষরের পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে আগামী ১৮ অক্টোবর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এমন পরিস্থিতিতে নতুন প্রস্তাবের তুলে ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত কেলি ক্রাফট বলেছেন, অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের মাধ্যমে ইরানকে স্বাধীনভাবে অত্যাধুনিক অস্ত্র কেনা-বেচা থেকে বিরত রাখা হবে। ইরানকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসে মদদদাতা দেশ আখ্যা দিয়ে বলেন, বিশ্বের বড় ধরনের ক্ষতি করা থেকে ইরানকে বিরত রাখতেই সংশোধিত প্রস্তাব আনা হচ্ছে।

এদিকে বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই প্রস্তাব অনুমোদনের চেষ্টা ব্যর্থ হবে বলে আত্মবিশ্বাসী তিনি। রুহানি বলেন, আমরা ব্যাপকভাবে আশা করছি যে আমেরিকা নিজেদের ব্যর্থতা অনুধাবন করবে আর নিজেদের বিচ্ছিন্ন দেখতে পাবে। তবে প্রস্তাব পাশ হয়ে গেলে তা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লংঘন হবে বলেও সতর্ক করেন তিনি। এর পরিণামের বিষয়েও হুঁশিয়ার করেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল