X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রুশ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে ফেসবুক ও টুইটার

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯

রাশিয়ার প্রভাব বিস্তারে ভূমিকা রাখা কিছু ছোট নেটওয়ার্ক ও পেজ নিষ্ক্রিয় করে দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা বলছে, এসব নেটওয়ার্ক ও পেজ রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির (আইআরএ) সঙ্গে সংশ্লিষ্ট। রুশ সরকারের ঘনিষ্ঠ সংস্থা আইআরএ’র বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এদিকে একই নেটওয়ার্কের পাঁচটি অ্যাকাউন্ট বাতিল করার কথা জানিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কর্তৃপক্ষও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রুশ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে ফেসবুক ও টুইটার

ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট প্রচারণার মধ্য দিয়ে রুশ প্রভাব ছড়ানোর চেষ্টা করছিল নিষ্ক্রিয় করা নেটওয়ার্ক ও পেজগুলো। এই প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে নিজেদের অলাভজনক দাবি করা পিসডাটা নামে একটি নিউজ ওয়েবসাইট। তবে রাশিয়ার ওই প্রচারণা খুব কম সফলতা পেয়েছে বলে দাবি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত কোম্পানি দুটি।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপক অভিযোগ ওঠে। বিশেষ কমিটির মাধ্যমে এসব অভিযোগের তদন্ত করে যুক্তরাষ্ট্র। এই তদন্তে সুনির্দিষ্ট কাউকে দায়ী করা না গেলেও নির্বাচনে হস্তক্ষেপ হওয়ার প্রবল আশঙ্কার কথা জানা যায়। আর এবারে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই মাস আগেই রুশ সংস্থার তৎপরতার কথা সামনে এসেছে।

পিসডাটা নামের ওয়েবসাইটটি মূলত বাম ঘরানার মানুষদের আরবি ও ইংরেজি ভাষায় সংবাদ সেবা দিয়ে থাকে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ওয়েবসাইটটির ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র ফরেন ইনফ্লুয়েন্স টাস্কফোর্স। তাদের সঙ্গে সহায়তায় যুক্ত হয় ফেসবুক ও টুইটারও। আর এই যৌথ সহায়তার মধ্য দিয়ে রুশ নেটওয়ার্ক ও পেজগুলো শনাক্ত হয়।

মঙ্গলবার ফেসবুক জানিয়েছে, তারা ১৩টি অ্যাকাউন্ট ও দুটি পেজ সরিয়ে দিয়েছে। তাদের অভিযোগ এগুলো যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও মিসরের মতো দেশগুলোতে মার্কিন বিতর্কগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছিল। নিষ্ক্রিয় করা পেজগুলোর অনুসারীর সংখ্যা সর্বোচ্চ প্রায় ১৪ হাজার। ফলে রুশ প্রভাব বিস্তারকারী প্রচারণাগুলো খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ফেসবুক বলছে, নিষ্ক্রিয় করা অ্যাকাউন্টগুলো ভুয়া নাম ও প্রোফাইল পিকচার ব্যবহার করেছে। তবে জেনে বুঝে কিংবা না বুঝেও অনেক ফ্রিল্যান্সার লেখকও পিসডাটা ওয়েবসাইটে লিখেছে।

অপরদিকে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, নিষ্ক্রিয় করে দেওয়া পাঁচটি অ্যাকাউন্ট থেকে রুশ প্রভাব ছড়ানো হচ্ছিল বলে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। তবে এসব অ্যাকাউন্ট থেকে যেসব কন্টেন্ট তৈরি করা হচ্ছিল সেগুলো খুবই নিম্নমানের আর এসব অ্যাকাউন্ট থেকে করা টুইটগুলো খুব কম লাইক পেয়েছে বা রিটুইট করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ