X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শান্তি আলোচনার মধ্যে আফগানিস্তানে সবচেয়ে রক্তক্ষয়ী দিন

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২১

কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান সরকার ও বিদ্রোহী তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর রবিবার সবচেয়ে বেশি রক্তক্ষয়ী দিন পার করেছে দেশটি।  রাতভর তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ৫৭ সদস্য নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। তালেবানদের তরফে কোনও হতাহতের কথা স্বীকার না করলেও তিনটি প্রদেশে গোষ্ঠীটির ৫৪ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সেনা। পৃথক আরেকটি প্রদেশে ২৬ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রাদেশিক সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শান্তি আলোচনার পাশাপাশি আফগানিস্তানে লড়াইও চলছে

নানা টানাপোড়েন আর অনিশ্চয়তার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হয়েছে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এতে অগ্রগতি হয়েছে খুব সামান্যই, বিশেষ করে যুদ্ধবিরতি ইস্যুতে। প্রায় প্রতিদিনই আলোচনা চললেও বেশিরভাগ বিষয়েই ঐক্যমত প্রতিষ্ঠা থেকে বহু দূরে অবস্থান করছে উভয় পক্ষ।

এমন প্রেক্ষাপটে রবিবার রাতে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ উরুজগানে উভয় পক্ষ সংঘাতে জড়ায়। প্রদেশটির ডেপুটি গভর্নর সৈয়দ মোহাম্মদ সাদাত জানান, নিরাপত্তা চেকপয়েন্টে তালেবান যোদ্ধারা হামলা চালালে আফগান নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য নিহত হয়।

এছাড়াও বাঘলান, তাকহার, হেলমান্দ, কাপিসা, বলখ, ময়দান ওয়ারদাক ও কুন্দুজ প্রদেশে সংঘাত ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

বলখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মনির আহমাদ ফরহাদ জানান, সেখানে আফগান গোয়েন্দা সংস্থার তিন সদস্যকে জিম্মি করেছে তালেবান।

তালেবানদের তরফে হতাহতের কোনও তথ্য প্রকাশ করা না হলেও আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, কুন্দুজ, তাকহার এবং বাঘলান প্রদেশে সংঘাতে সশস্ত্র গোষ্ঠীটির ৫৪ যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া ময়দান ওয়ারদাক প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, সেখানে ২৬ তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, গত দুই সপ্তাহে ২৪টি প্রদেশে তালেবানদের হামলায় ৯৮ বেসামরিক নাগরিক নিহত এবং অপর ২৩০ জন আহত হয়েছে। গত শনিবার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে এক তালেবান ঘাঁটিতে চালানো আফগান বিমান হামলায় অন্তত ১২ জন বেসামরিক মানুষ নিহত হন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই বিমান হামলায় ৪০ তালেবান যোদ্ধা নিহতের কথা জানালেও তারা বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!