X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিন: এফডিএ’র অনুমতির অপেক্ষায় অ্যাস্ট্রাজেনেকা

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৭
image

যুক্তরাষ্ট্রে নিজেদের তৈরি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএ’র অনুমতির অপেক্ষায় আছে ওষুধ প্রস্তকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রে প্রায় তিন সপ্তাহ আগে মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত করা হয়। আবার কবে এর পরীক্ষা শুরু হতে পারে সে ব্যাপারে এফডিএ’র পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনা ভ্যাকসিন: এফডিএ’র অনুমতির অপেক্ষায় অ্যাস্ট্রাজেনেকা

বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও এই রোগ নির্মূলে এখন পর্যন্ত রাশিয়া ছাড়া আর কেউ কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণা দিতে পারেনি। তৃতীয় ধাপের ট্রায়ালের আগেই রুশ টিকাটি চূড়ান্ত অনুমোদন দেওয়ায় এর কার্যকারিতার ব্যাপারে সন্দিহান পশ্চিমা বিশ্ব। রাশিয়ার কথা বাদ দিলে ভ্যাকসিন তৈরির দৌড়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগটি। ভ্যাকসিনটির দুই ধাপের ট্রায়াল শেষ হয়েছে। এখন বিভিন্ন দেশে চলছে তৃতীয় পর্যায়। সেপ্টেম্বরের শুরুতে ট্রায়ালের তৃতীয় ধাপে ভ্যাকসিনের ডোজে এক নারী স্বেচ্ছাসেবকের শরীরে কিছু জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানায় অ্যাস্ট্রাজেনেকা। এরপরই পৃথিবীর সব দেশে ভ্যাকসিনটির পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়। অ্যাস্ট্রাজেনেকার বিজ্ঞানীরা জানান, টিকার ডোজ দেওয়ার পরেই কোনও অজানা অসুখ দেখা দিয়েছে নারী স্বেচ্ছাসেবকের শরীরে। তবে কী ধরনের রোগ দেখা দিয়েছে সে বিষয়ে মুখ খোলেনি অ্যাস্ট্রাজেনেকা।

 গত সপ্তাহে এক অনলাইন নথিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দাবি করে, যে স্বেচ্ছাসেবী অসুস্থ হয়েছেন তার সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক নাও থাকতে পারে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশে নতুন করে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। তবে এ নিয়ে এখনও নীরব ওয়াশিংটন।

ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যালেস সোরিয়ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ভার্চুয়াল আলোচনায় বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে গবেষণার জন্য স্পন্সর করেছিলাম। এরপর আমরা এফড্ওি-কে সব তথ্য জানিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

কেন কোম্পানিটি স্বেচ্ছাসেবীর অসুস্থতার ধরন প্রকাশ করছে না, তা জানতে চাওয়া হলে সোরিয়ট বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়াল রেগুলেটর ও স্বাধীন তত্ত্বাবধানকারীদেরকে স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হয়।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার বুধবার বলেন, ট্রায়ালের ওপর স্থগিতাদেশ বজায় থাকার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এফডিএ ভ্যাকসিনজনিত নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নিয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা