X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৪
image

 উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়ে শিগগির দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি জাতিসংঘের

উত্তর কোরিয়া কর্তৃপক্ষের বরাতে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মহাকাশের কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য তারা রকেট নিক্ষেপ করেছে। তবে বিরোধীরা বলছেন, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পরীক্ষাই দেশটির আসল উদ্দেশ্য।

বরিবার(৭ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। রকেটটি স্যাটেলাইট বা উপগ্রহবাহী বলে দাবি করে উত্তর কোরিয়া। সম্প্রতি মহাকাশে পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষপণে জাতিসংঘকে অবহিত করে দেশটি। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনে করে অনেক রাষ্ট্রই এর বিরোধিতা করে। প্রাথমিকভাবে ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেট উৎক্ষেপণের সময় নির্ধারণ করে উত্তর কোরিয়া। পরবর্তী সময়ে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নতুন সময় নির্ধারণ করা হয়। এরআগে গত মাসে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘসহ কয়েকটি রাষ্ট্র এমন দাবির বিষয়ে সংশয় প্রকাশ করে।

রকেট উৎক্ষেপণের ঘোষণা

এই ঘটনার প্রেক্ষাপটে রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উত্তর কোরিয়া চরম আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমরা কড়া পদক্ষেপ নেব।’

উত্তর কোরিয়ার নিক্ষেপ করা দূরপাল্লার রকেট

একই কথা বলেন জাতিসংঘে জাপানের দূত মোতোহিদে ইয়োশিকাওয়া। তিনি বলেন, ‘বিদ্যমান নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা যায়নি।’ নতুন নিষেধাজ্ঞা আরো জোরদার হবে বলে তিনি জানান। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক